সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৫ ২১:৫৯ পিএম
আপডেট : ২১ মে ২০২৫ ২২:০০ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পৃথক স্থান থেকে দুটি অজ্ঞাতনামা পুরুষের লাশ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ।
বুধবার (২১ মে) সকালে সোনারগাঁয়ের কাঁচপুর ললাটি বাসস্ট্যান্ড এবং পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ার চর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, ‘দুইটি লাশই বর্তমানে থানায় রাখা হয়েছে। নিহতদের কারও পরিচয় এখনও পাওয়া যায়নি।’ তিনি আরও বলেন, ‘সিআইডি ও পিবিআই ঘটনাস্থলে তদন্ত করছে। প্রাথমিক তদন্ত শেষে লাশ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হবে।’
পুলিশ বলছে, দুজনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কিনা, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি ঘিরে এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে।