চন্দনাইশ ( চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ২১ মে ২০২৫ ২১:৫৬ পিএম
আপডেট : ২১ মে ২০২৫ ২২:২৮ পিএম
নিহত করিম।
চন্দনাইশ ও সাতকানিয়া সীমান্তের দোহাজারী শঙ্খ নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া করিমের মরদেহ ঠিক ২৪ ঘণ্টা পরে একই জায়গায় ভেসে উঠেছে।
সোমবার (১৯ মে) সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাটগর এলাকায় করিম সহ ৪/৫ জন গোসলে নেমে নদীতে সাঁতার কাটতে গিয়ে বাকীরা কূলে উঠতে পারলেও করিম পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে সাতকানিয়া থেকে ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থল এসে লাশ উদ্ধার এ অভিযানে চালিয়ে লাশ উদ্ধারে করতে পারেনি।
ঠিক যে জায়গায় করিম পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ ছিলেন, ওই জায়গায় ২৪ ঘণ্টা পর মঙ্গলবার ( ২০ মে) ভেসে ওঠে করিমের মরদেহ। ভেসে উঠা মরদেহটি ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দল করিমকে শঙ্খ নদী থেকে উদ্ধার করে।
ডুবে যাওয়া যুবক করিম কক্সবাজার জেলার উখিয়া টাংখালী শরনার্থী ক্যাম্পে ১০ এর বসবাসকারী আক্তারের সন্তান। তিনি দেড় মাস ধরে পূর্ব কাটগর শাহেদের একটি পোল্ট্রি ফার্মে চাকরি করতেন।
উল্লেখ্য, প্রতিবছর যেকোনো সময়ে শঙ নদীতে এভাবে সলিল সমাধির ঘটনা ঘটছে। এভাবে নিখোঁজের লাশ ভেসে উঠার ঘটনা দেখা যায। উৎসুক জনতা সারারাত শঙ নদীর তীরে কখনও না কখনও মরদেহ ভেসে উঠবে ভেবে রাত জেগে পাহারা দেয়।