বগুড়া অফিস
প্রকাশ : ২১ মে ২০২৫ ২১:৫৩ পিএম
আপডেট : ২১ মে ২০২৫ ২২:০৫ পিএম
বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির আগামী ১৪ হতে যাওয়া নির্বাচন হাইকোর্ট স্থগিত করেছেন। মঙ্গলবার (২০ মে) হাইকোর্ট ডিভিশনের বিচারপতি আকরাম হোসাইন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদেশে বলা হয়, নির্বাচনের জন্য গঠিত নির্বাচন পরিচালনা কমিটি অবৈধ ও স্বেচ্ছাচারিতাভাবে গঠন করা হয়েছে। এ কমিটি গঠনের ক্ষেত্রে বিধিবিধান অনুসরণ করা হয়নি। বিভাগীয় শ্রম দপ্তর থেকে নির্বাচন পরিচালনার জন্য যে চিঠি ইস্যু করা হয়েছিল, সেটিও স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে সমিতির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক এরশাদুল বারী এরশাদ বলেন, ‘সুষ্ঠু ও সুন্দর নির্বাচন পরিচালনার লক্ষ্যে যে নির্বাচন কমিটি গঠন করা হয়েছিল, সেটি আদালতের আদেশে স্থগিত হয়েছে। এখন থেকে সমিতির কার্যক্রম পূর্বের নিয়মেই চলবে।’
বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ফজলুর রহমান তালুকদার মোবাইল ফোনে বলেন, ‘এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো কাগজ হাতে পাইনি। এর বেশি কিছু বলার নেই।’