সাঁথিয়া-বেড়া (পাবনা) প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৫ ২১:৫৩ পিএম
আপডেট : ২১ মে ২০২৫ ২২:০৫ পিএম
পাবনার বেড়া উপজেলার যমুনা নদী থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে ১ জনকে গ্রেপ্তার করেছে নগরবাড়ী নৌ পুলিশ। এ সময় নদী থেকে বালু তোলার বাংলা কাটার মেশিন (ড্রেজার) জব্দ করা হয়েছে। কাটার মেশিন মূল্য প্রায় ৩ থেকে ৪ লাখ টাকা।
আটক ব্যক্তি উপজেলার ঢালারচর ইউনিয়নের আখনাই পূর্বপাড়ার এলাকার মৃত আবুল হোসেন প্রামানিকের ছেলে উম্বার প্রামানিক (৪৬)।
বুধবার (২১ মে) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নগরবাড়ী নৌ পুলিশ ফাঁড়ির ওসি আতিকুল হক। নৌ পুলিশ সূত্রে জানা গেছে, পাবনার বেড়া উপজেলার ঢালারচরে যমুনা নদীতে অবৈধভাবে বালু তোলার সময় অভিযান চালায় নগরবাড়ী নৌ পুলিশ।
অভিযানে ফাঁড়ির্র ওসি আতিকুল হক, এসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ একটি দল বুধবার (২১ মে) ভোরে যমুনা নদীতে বাংলা কাটার দিয়ে অবৈধভাবে বালু তোলার সময় ১টি বাংলা কাটারসহ ১ জনকে গ্রেপ্তার করেন।
নগরবাড়ী নৌ পুলিশ ফাঁড়ির ওসি জানান, ‘নদীতে নিয়মিত টহলে রয়েছে নৌ পুলিশ। বর্ষা মৌসুম এলেই কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে নদী থেকে বালি উত্তোলন করে।’ গ্রেপ্তার হওয়া উম্বার প্রামানিককে মামলার রুজু করে আদালতে পাঠানো হয়েছে।