× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্রদলের নেতার বিরুদ্ধে পরীক্ষার্থী ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২১ মে ২০২৫ ২১:৪৯ পিএম

আপডেট : ২১ মে ২০২৫ ২২:১৩ পিএম

ছাত্রদলের নেতার বিরুদ্ধে পরীক্ষার্থী ধর্ষণের অভিযোগ

বরিশাল জেলা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে  এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। মামলার আসামি বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা সবুজ হোসেন আকন বরিশাল জেলা ছাত্রদলের সহ সভাপতি।  বরিশালের বিএনপি নেতাদের কয়েকজন সবুজ হোসেন আকনের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন।

বুধবার (২১ মে) সকালে বিষয়টি নিশ্চিত করে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান সোমবার (১৯ মে) ছাত্রীর মা মামলাটি করেছেন।

বেঞ্চ সহকারী বলেন, ট্রাইব্যুনালের বিচারক রাকিবুল ইসলাম অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য মহানগর পুলিশের কাউনিয়া থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ছাত্রীর  নিরাপত্তা নিশ্চিত করে আদালতকে অবহিত করার জন্যও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার বরাতে বেঞ্চ সহকারী জানান, স্কুলছাত্রীকে সবুজ আকন ভয়ভীতি দেখিয়ে নগরীর আমানাতগঞ্জ এলাকায় তার ভাড়া বাসায় নিয়ে বিভিন্ন সময় ধর্ষণ করেন। পরে তাদের পরিবারকে নানাভাবে হুমকিও দেয়। সবুজ আকন বিভিন্ন সময় তার ক্যাডার বাহিনী দিয়ে কিশোরীকে অপহরণের চেষ্টাও করে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৩টির মতো মামলাও রয়েছে বলে মামলায় বলা হয়।

কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত বলেন, আদালতের আদেশ এখনও হাতে পাইনি। হাতে পেলে আদালতের নির্দেশনা মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে জানতে সবুজ হোসেন আকনের মোবাইলে কল করলেও সেটি বন্ধ পাওয়া যায়।

বুধবার বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সবুজ বলেন, রাজনীতির সাথে জড়িত থাকায় একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র করে আসছে। এর অংশ হিসেবে মামলা করা হয়েছে। মামলার বাদী (স্কুলছাত্রীর মা) আমার স্ত্রীর বড় বোন। আমার স্ত্রীর সঙ্গে জমি নিয়ে বাদীর পারিবারিক সমস্যা রয়েছে। এছাড়া আমার স্ত্রীর কাছ থেকে একাধিকবার টাকা ধার নিয়েছে মামলার বাদী। সেই টাকা ফেরত চাওয়া নিয়ে আমার স্ত্রীর সঙ্গে বাদীর বাকবিতন্ডাও হয়েছে। এসব ঘটনার জেরে মিথ্যা অভিযোগে আমার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা