× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আড়াইহাজারে আবারও তিন বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৫ ২০:৫০ পিএম

আপডেট : ২১ মে ২০২৫ ২০:৫৬ পিএম

আড়াইহাজারে আবারও তিন বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফের একরাতে তিন বাড়িতে ডাকাতি ও একটি মিলে চুরি হয়েছে। মঙ্গলবার (২০ মে) গভীর রাতে গোপালদী পৌরসভার রামচন্দ্রদী পশ্চিমপাড়া এবং বাসস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। রাত ১টা থেকে ৩টা পর্যন্ত এই ডাকাতি হয়।

এলাকাবাসী জানিয়েছেন, মঙ্গলবার রাত ১টার দিকে গোপালদী পৌরসভার রামচন্দ্রদী পশ্চিমপাড়া গ্রামে সেরাজউদ্দিনের বাড়িতে ২০-২৫ জনের মুখোশ পরা ডাকাত দল হানা দিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে নগদ ৪০ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুটে নেয়। এই সময় সেরাজউদ্দিনের ছেলে আবু সাইদকে পিটিয়ে আহত করা হয়।

এ সময় পার্শ্ববর্তী ইসলামের বাড়ি থেকে ১৫ হাজার টাকা, সুফিয়ানের বাড়ি থেকে ২০ হাজার টাকা লুটে নেয় ডাকাতরা। তিন বাড়িতে ডাকাতি শেষে একে একে পাশ্ববর্তী লিটন ও সুমনের বাড়িতেও হামলা করে ডাকাতরা। কিন্তু কিছু নিতে পারেনি। পরে রাত ৪টার দিকে রামচন্দ্রদী বাসস্টেশনে রুহেল সিকদারের মালিকানাধীন মিলের জানালা কেটে ৬টি মোটর, ১৬টি ভিমসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল নিয়ে যায়।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাছির উদ্দিন জানান, কেউ অভিযোগ করেনি। খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। গোপালদী তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, আমরা ডাকাত ধরার চেষ্টা করছি।

ফের তিন বাড়িতে ডাকাতের ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। পুলিশের গাফলতির কারণে একের পর এক ডাকাতির ঘটনা ঘটছে বলেও স্থানীয়রা জানান। তারা বলেন, ডাকাতদের ধরায় আইনশৃঙ্খলা বাহিনী আন্তরিকতার পরিচয় দিচ্ছে না। ফলে তারা ভীষণ নিরাপত্তাহীনতা ও ডাকাতির ভয়ে আছেন। পুনরায় ডাকাত দল হানা দেবে না, এর কোনো নিশ্চয়তা নেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা