রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৫ ২০:৪৫ পিএম
আপডেট : ২১ মে ২০২৫ ২০:৫৪ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো থেকে সরকারি রাস্তা উদ্ধারের পর অপর দুটি আবাসন কোম্পানি আনন্দ পুলিশ হাউজিং ও সি-সেলের অভ্যন্তরে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সরকারি রাস্তাটি পড়ায় এবং বহিরাগতদের হুমকির মুখে গ্রামবাসী চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
গত ১৮ মে রাত ১২টায় সরকারি রাস্তার কাজ বন্ধ করতে এসি ল্যান্ড তাছবির হোসেনের হস্তক্ষেপকে ঘিরে উত্তেজনা তৈরি হয়।
এদিকে গ্রামবাসীর নিরাপত্তা ও আবাসন সমর্থকদের উত্তেজনা থামাতে বুধবার (২১ মে) সকালে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে এলে তোপের মুখে সমাধান না দিয়েই সরে যান। এরপর গ্রামবাসী হাজারো নারী-পুরুষ মিলিত হয়ে তাদের একমাত্র চলাচলের সড়কটি নির্মাণের দাবিতে গুতিয়াবো গোপালিবাড়ি সড়কে দাঁড়িয়ে বিক্ষোভ করেন। এ সময় গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেনÑ অ্যাডভোকেট আলম মিয়া, মোস্তফা মিয়া, জজ মিয়া, মানিক মিয়াসহ স্থানীয় বাসিন্দারা।
বক্তারা বলেন, বেক্সিমকো গ্রুপসহ কতিপয় আবাসন কোম্পানির দখলে থাকা রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সরকারি রাস্তা উদ্ধার করেছে গ্রামবাসী। এতদিন স্থানীয় প্রশাসন ব্যর্থ হওয়ায় গ্রামবাসী সম্মিলিতভাবে সড়কটি উদ্ধার করেন।
তারা জানান, ১০ গ্রামের যাতায়াতের একমাত্র রাস্তা ইউনিয়ন পরিষদ ভবন থেকে দক্ষিণবাগ গোপালিবাড়ি পর্যন্ত এক কিলোমিটার জুড়ে বালু ফেলে কালভার্ট ও সড়ক তলিয়ে দেয়। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে তিন কিলোমিটার ঘুরে যাতায়াত করতেন স্থানীয়রা। কিন্তু আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের প্রভাবে স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করলেও সুরাহা পাননি এলাকাবাসী। ফলে মামলা, হামলার শিকার হতেন তারা। এখন গ্রামবাসী রাস্তা উদ্ধারের পর খোদ এসি ল্যান্ড কাজ বন্ধ করে দেন। এ ঘটনায় গ্রামবাসী ফুঁসে ওঠে। তারা তাদের রাস্তার কাজ না পেলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
এদিকে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও পূর্বাচল রাজস্ব সার্কেল তাছবির হোসেন মোবাইল ফোনে বলেন, ইউনিয়ন পরিষদের রাস্তা বন্ধ করতে নয়, তদন্তের জন্যই কাজ সাময়িক বন্ধ করতে বলা হয়েছে। এটি আইনি প্রক্রিয়ায় উদ্ধার হওয়ার কথা। তবে তাদের সড়ক চলাচল সুবিধা করে দিতে কাজ করব।
ইউএনও সাইফুল ইসলাম বলেন, রাস্তা নির্মাণকে ঘিরে আনন্দ পুলিশ হাউজিং থেকে আমাদের কাছে অভিযোগ করা হয়েছে। ওই অভিযোগের ভিত্তিতে সরেজমিনে পরিদর্শনে গিয়েছি। গ্রামবাসীর রাস্তা নির্মাণের লক্ষ্যে এবং সকলের সঙ্গে কথা বলে সঠিক সমাধানের চেষ্টা করা হচ্ছে।