রাজশাহী অফিস
প্রকাশ : ২১ মে ২০২৫ ২০:১৬ পিএম
আপডেট : ২১ মে ২০২৫ ২০:২৪ পিএম
রাজশাহীতে সড়ক থেকে অন্তত ৩৭টি গরু জব্দের ঘটনায় বিজিবি অফিস ঘেরাওয়ের চেষ্টা করেছে গরুর মালিকপক্ষ ও হাট সংশ্লিষ্টরা। বুধবার (২১ মে) দুপুরে এ ঘটনা ঘটে। এর আগে জব্দকৃত গরুগুলো কাস্টমস অফিসে সোপর্দ করেছে বিজিবি।
বুধবার দুপুরে কয়েকজন নগরীর শালবাগানে অবস্থিত বিবিজি অফিসের প্রধান ফটকের সামনে জরো হয়। এ সময় তারা রাজশাহী-নওগাঁ সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।
বিক্ষোভকারীদের দাবি, গত রবিবার থেকে বুধবার পর্যন্ত সড়কে যানবাহনে থাকা গরু জব্দ করা হয়েছে। ওই সব গরুর হাটের ছাড়পত্র থাকার পরেও গরুগুলো জব্দ করা হয়েছে। পরে বিজিবির সদস্যরা সবাইকে প্রধান ফটক ও সড়ক থেকে দূরে সরিয়ে দেন এবং বিক্ষোভকারীদের কয়েকজন প্রতিনিধির সঙ্গে বিজিবির কর্মকর্তাদের আলোচনার ব্যবস্থা করে দেন।
গরুর মালিকরা জানান, কোরবানি ঈদ উপলক্ষে তারা বিভিন্ন গ্রাম ও হাট থেকে গরু কিনে নিয়ে ছাড়পত্র সহ যানবাহনে করে গন্তব্যের দিকে যাচ্ছিলেন। এ সময় সড়ক থেকে সেই গরুগুলো জব্দ করে বিজিবির সদস্যরা।
শাহাদত হোসেন পাবনার সাঁথিয়া থেকে রাজশাহীর সিটি হাটে এসেছিলেন গরু কিনতে। গত রবিবার তিনি দুটি গরু কিনে হাট থেকে ছাড়া করিয়ে নিয়ে যাচ্ছিলেন পাবনায়। পুঠিয়া উপজেলার বানেশ্বর তালতলা সড়কে তার গাড়ি রোধ করে বিজিবি সেই দুটি গাড়ি জব্দ করে নেয়। পরে বিজিবির সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেছে কাস্টমস থেকে গরু নিতে।
তানোর উপজেলার সোহেল হোসেন বলেন, তানোরের বিভিন্ন গ্রাম থেকে ৮টা গরু ১৬ লাখ টাকায় কিনে বুধবার সিটি হাটে বিক্রির জন্য আসছিলাম। পথে বিজিবি গরুগুলো জব্দ করে নিয়ে গেছে। তারা বলছে এগুলো ভারতীয়। তবে আমি গরুগুলো গ্রাম থেকে কিনেছি। কাগজপত্র সব আছে।
সিটি হাটের সাব ইজারাদার রেজাউল করিম বলেন, আমরা গরুর মালিকদের সঙ্গে কথা বলে ও হিসাব করে দেখছি রবিবার মোট ১৩টি এবং বুধবার দুপুর পর্যন্ত মোট ২৪টি গরু জব্দ করে নিয়ে গেছে বিজিবি। গরুগুলোর ছাড়পত্র হাট থেকে দেওয়া হয়েছে। তার পরেও বিজিবি গরুগুলো ভারতীয় বলে জব্দ করেছে।
তবে রাজশাহী বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে-এ-রৌফ বলেন, গরুগুলো ভারত থেকে চোরাই পথে আনা, যা হাটে তুলে ছাড়পত্রের ব্যবস্থা করা হয়েছে। জব্দ করা গরুগুলো আইন মেনে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।