× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাপ্তাইয়ে বিদ্যুৎ শ্রমিক কর্মচারীদের বিক্ষোভ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৫ ২০:১৪ পিএম

আপডেট : ২১ মে ২০২৫ ২০:২৪ পিএম

কাপ্তাইয়ে বিদ্যুৎ শ্রমিক কর্মচারীদের বিক্ষোভ

জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কাপ্তাই শাখার আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের শ্রমিক-কর্মচারীদের বিভিন্ন দাবি আদায়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২১ মে) সকালে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বিক্ষোভ মিছিল সহকারে শ্রমিক কর্মচারীরা ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়।

সমাবেশে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কাপ্তাই শাখার সভাপতি মো. বেলাল হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক কাজী আব্দুল হান্নানের সঞ্চালনায় বক্তব্য দেনÑ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোর্শেদ আলম, সহ-সভাপতি কবিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাহাবুব রহমান, যুগ্ম সম্পাদক আবদুর রহিম, যুব কমিটির সিনিয়র সহ-সভাপতি দিদার হোসেন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম, যুব বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, ঈদুল আজহার পূর্বে এপিএ বোনাস এবং অপেক্ষমাণ টিএ বিল পরিশোধ করতে হবে, ছুটি নগদায়ন পূর্বের ন্যায় চালু করতে হবে। ফ্যাসিবাদের দোসর দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। হয়রানিমূলক বদলি বন্ধ ও বাতিল করতে হবে। কর্মচারীদের পদোন্নতির ক্ষেত্রে সার্ভিস রুলবহির্ভূত ৩, ৫ ও ৯ বছরের বার বাতিল করতে হবে। সরকারের নির্দেশমতো অবিলম্বে সব শূন্য পদে নিয়োগ দিতে হবে। মৃত কর্মকর্তা/কর্মচারীর পোষ্যসহ অস্থায়ী ভিত্তিতে নিয়োগকৃত সবার কাজ নাই মজুরি নাই, দৈনিক মজুরি, আর এফ কিউ, পিসরেট কর্মচারীদের স্থায়ী নিয়োগ দিতে হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা