সিংড়া (নাটোর) সংবাদদাতা
প্রকাশ : ২১ মে ২০২৫ ২০:১১ পিএম
আপডেট : ২১ মে ২০২৫ ২০:২৩ পিএম
নাটোরের সিংড়ার ডাহিয়া ইউনিয়নের সরিষাবাড়ি প্রাইমারি স্কুলের পূর্ব পাশের পুকুর খনন করা মাটি থেকে ৫ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাঁড়াবাড়ি গ্রামের মিজানের ছেলে আরাফাত ও একই গ্রামের আজিজের নাতি সাফি মূর্তিটি পুকুরে খননকৃত মাটিতে পায়।
পরে মূর্তিটি তারা দুজন সমানভাবে ভাগাভাগি করে নেয়। এ খবর পেয়ে গ্রামবাসী প্রশাসনকে জানায়। পরে মূর্তিটা উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। স্থানীয়দের ধারণা, এই এলাকায় প্রাচীন হিন্দু জমিদাররা বাস করতেন। এটি তাদেরই ব্যবহৃত মূর্তি হতে পারে।
এ খবর প্রচার হলে বিষ্ণুমূর্তিটি এক নজর দেখার জন্য হিন্দু সম্প্রদায়ের মানুষের সমাগম ঘটে। বিষয়টি নিশ্চিত করে সিংড়া থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম বলেন, আদালতকে জানানো হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।