রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৫ ২০:০৮ পিএম
রাজবাড়ীর পাংশায় বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা দুইজনই স্বর্ণ ব্যবসায়ী ছিলেন।
বুধবার (২১ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের নওপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুষ্টিয়ার খোকসা পৌরসভার কমলাপুর এলাকার মো. কোরবান শেখ (৫৫) ও খোকসা পৌরসভার অশোক কুমার রায় (৬০)।
নিহতের প্রতিবেশী মো. বকুল হোসেন বলেন, সকালে কোরবান শেখ ও অশোক রায় একটি মোটরসাইকেলে পাংশায় মহাজনের হালখাতা করতে যান। বাড়ি ফেরার পথে মাছপাড়া বাসস্ট্যান্ডের আগে নওপাড়া এলাকায় এলে কুষ্টিয়ার দিক থেকে ছেড়ে আসা বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকেই মৃত ঘোষণা করেন।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক তানসু সমা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।
পাংশা মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন বলেন, বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। তবে, ঘাতক চালক ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন। তাকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।