× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিবেশ রক্ষায় তিন ইউনিয়নবাসীর মানববন্ধন

আঞ্চলিক প্রতিবেদক, পটুয়াখালী

প্রকাশ : ২১ মে ২০২৫ ২০:০৬ পিএম

আপডেট : ২১ মে ২০২৫ ২০:২১ পিএম

পরিবেশ রক্ষায় তিন ইউনিয়নবাসীর মানববন্ধন

পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর, আউলিয়াপুর ও মাদারবুনিয়া ইউনিয়নের স্থানীয়দের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে দাবি জানানো হয়, কোহিনুর অটোরাইস মিলের বিষাক্ত বর্জ্যপানি ও রফিক ঢালীর স-মিলের বর্জ্য এবং অবৈধ দখল থেকে মরা খাল (গোরাই নদী) রক্ষা ও পরিবেশ রক্ষার কর্তৃপক্ষের পদক্ষেপ নিতে হবে।

বুধবার (২১ মে) দুপুর ১২টায় পশ্চিম শারিকখালী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এ কর্মসূচি পালিত হয়েছে। 

এ সময় মানববন্ধনে অংশ নেন স্থানীয় শিক্ষার্থী, কৃষক, যুবসমাজ, প্রবীণ নাগরিকসহ বিভিন্ন শ্রেণিপেশার পরিবেশ সচেতন মানুষ। তারা দূষণমুক্ত, দখলমুক্ত ও বাসযোগ্য পরিবেশ গঠনের দাবি জানান।

মানববন্ধনে উত্থাপিত প্রধান দাবিগুলো হলোÑ কোহিনুর অটোরাইস মিল থেকে বিষাক্ত বর্জ্যপানি নির্গমন অবিলম্বে বন্ধ করা, রফিক ঢালীর মালিকানাধীন মিলের বর্জ্য অপসারণ কার্যক্রম বন্ধ করা, অবৈধ দখলদারদের কবল থেকে স্থানীয় মরা খাল উদ্ধার, প্রাকৃতিক খাল ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন হলো মিলের বর্জ্য, কেমিক্যাল যুক্ত গরম পানি সরাসরি খালে ফেলা হচ্ছে। সেই সঙ্গে খাল দখলের কারণে পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে। এতে আশপাশের কৃষি উৎপাদন কমে গেছে। পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। তাছাড়া জীববৈচিত্র্যের ওপর পড়েছে বিরূপ প্রভাব। মিলের বর্জ্য গোরাই নদীর পানিতে ফেলায় মাছের উৎপাদন নেই। খাল বেদখল থাকায় পানি আটকে আছে। ফলে এটি মশা প্রজননে রূপান্তরিত হয়েছে। 

বক্তরা বলেন, আমরা বাঁচতে চাই। আমাদের পরিবেশকে বাঁচাতে হবে। তারা সতর্ক করে বলেন, সমস্যার সমাধানে অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নিলে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা