গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৫ ১৯:৫৩ পিএম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এএসএম আমানুল্লাহর ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২১ মে) দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরীর বোর্ড বাজার এলাকায় উপাচার্য ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের গেটে গাড়ি থেকে নামার সময় এ হামলার ঘটনা ঘটে।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, স্নাতক (পাস) ২০২২ কোর্সের ছাত্রছাত্রীরা অটোপাসের দাবিতে বিভিন্ন সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মূল ফটকে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালেন করেছে। তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করার চেষ্টা করে আসছে। কিন্তু অটোপাস না দেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সুদৃঢ় অবস্থানের কারণে এই স্নাতক (পাস) কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং এতে ৬৯ ভাগ পরীক্ষার্থী পাস করে। এরপর বুধবার সকাল স্বল্পসংখ্যক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল ফটকে দাঁড়িয়ে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে শিক্ষার্থীরা উপাচার্যের ওপরে হামলা চালায়। পরে ক্যাম্পাসের আনসার সদস্য ও কর্মকর্তারা তাকে নিরাপদে সরিয়ে নেয়। এতে তিনি কিছুটা আহত হন।
গাছা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ বলেন, হামলার বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।