× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈশ্বরগঞ্জ

নির্ঘুম রাত কাটছে কৃষকের এক রাতে ১১ গরু চুরি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৫ ১৯:২৫ পিএম

আপডেট : ২১ মে ২০২৫ ১৯:৩১ পিএম

নির্ঘুম রাত কাটছে কৃষকের এক রাতে ১১ গরু চুরি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় যেন গরু চুরির হিড়িক পড়েছে। কখন কার গোয়ালঘর থেকে কোন গরুটি চুরি যায়Ñ এই আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন এলাকার কৃষক ও খামারিরা। প্রতি রাতেই বিভিন্ন এলাকায় হানা দিচ্ছে সংঘবদ্ধ চোরের দল।

রবিবার (১৯ মে) রাতে চার কৃষকের গোয়ালঘর থেকে ১১টি গরু চুরি করেছে সংঘবদ্ধ চোরচক্র। এর আগেও উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুল্লাপাড়া গ্রামে এক রাতে তিন ভাইয়ের ৮টি গরু চুরির ঘটনা ঘটেছে। 

ভুক্তভোগী কৃষকের মধ্যে আঠারবাড়ি ইউনিয়নের দশাশিয়া গ্রামের আবু বকর সিদ্দিকের ৬টি, তার ভাই মো. সুলতানের ১টি ও একই এলাকার আবুল বাশারের ২টি এবং ইসরাফিলের ২টি গরু চুরি হয়েছে। এসব গরুর মূল্য প্রায় ১২ লাখ টাকা। অন্যদিকে গত মঙ্গলবার রাতে মাইজবাগ ইউনিয়নের কুল্লাপাড়া গ্রামের আবু সাঈদ ভূঁইয়া, আব্দুল লতিফ ভূঁইয়া ও আবুল কাশেম ভূঁইয়া নামে তিন ভাইয়ের প্রায় ৭ লাখ টাকা মূল্যের ৮টি গরু নিয়ে যায় চোরেরা। 

কুল্লাপাড়া গ্রামে গরুর চুরির ঘটনায় ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দিলেও ঘটনার ৬ দিন পরও চোর শনাক্ত কিংবা গরু উদ্ধার করতে পারেনি পুলিশ। 

ভুক্তভোগী আবু বকর সিদ্দিক বলেন, চুরি যাওয়া এই গরুগুলোই আমার শেষ সম্বল ছিল। এর মধ্যে একটা ষাঁড় কোরবানি ঈদে বিক্রির জন্য প্রস্তুত করছিলাম। ভেবেছিলাম গরুটা বিক্রি করে কিছু ঋণ আছে পরিশোধ করব, আর কিছু দিয়ে জমি বর্গা ছাড়াতাম। এখন সব হারিয়ে নিঃস্ব হয়ে গেলাম।

গত ২৯ জানুয়ারি ভোরে উপজেলার বড়হিত ইউনিয়নে পাড়া পাচাশি গ্রামের আব্দুল মতিন গোয়ালঘর থেকে প্রায় ৪ লাখ টাকা মূল্যের দেশি জাতের ৩টি গরু চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। 

আব্দুল মতিন জমি চাষাবাদের পাশাপাশি বাড়িতে গবাদিপশু পালন করেন। ঈশ্বরগঞ্জ টু উচাখিলা পাকা সড়কের পাশেই তার বাড়ি। 

আব্দুল মতিনের ছেলে শরিফুল ইসলাম বলেন, বোন-জামাইয়ের কাছ থেকে টাকা ধার নিয়ে খামার শুরু করি। লালন-পালনের ৫ মাস পর গরুটি চুরি হয়ে যায়। একই কৌশলে ২৪ নভেম্বর বড়হিত ইউনিয়নে পুরাহাতা গ্রামের আব্দুল গনির ৩টি গরু ও আব্দুল সাত্তারের ১টি গরু চুরি গেছে। 

এলাকাবাসীর অভিযোগÑ গভীর রাতে পিকআপ ভ্যান নিয়ে বিভিন্ন রাস্তার পাশের খামার থেকে গরু চুরি করে নিয়ে যাচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায় চোরাই গরুবাহী পিকআপ। রাত জেগে পাহারা দিয়েও নিস্তার মিলছে না। পুলিশে অভিযোগ করেও মিলছে না সহযোগিতা। 

স্থানীয়রা জানান, উপজেলার মানুষ জমানো সঞ্চয়, দাদন কিংবা ঋণ নিয়ে গরু কিনে তা লালন-পালন করে থাকেন। সংসারে একটু সচ্ছলতা আনতে গরুর দুধ বিক্রি করে পরিবারের খরচ জোগান। কৃষিনির্ভর পরিবারগুলো গরু দিয়ে চাষাবাদ করেন। আর চোরেরা যখন এসব মূল্যবান গরু চুরি করে নিয়ে যায়, তখন হতদরিদ্র এসব পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়ে।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, আঠারবাড়ি দশাশিয়া এলাকাটি পুলিশ ফাঁড়ির অধীনে। গরু চুরির খবরটি শোনার সঙ্গে সঙ্গে ফাঁড়ির দায়িত্বরত পুলিশ কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ছাড়া সম্প্রতি মাইজবাগে চুরির বিষয়ে ভুক্তভোগীরা থানায় লিখিত দিয়েছেন। চুরি যাওয়া গরু উদ্ধার ও চোর চক্রকে আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা