বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা
প্রকাশ : ২১ মে ২০২৫ ১৯:২৩ পিএম
আপডেট : ২১ মে ২০২৫ ১৯:৩১ পিএম
বরিশালের বাকেরগঞ্জের কারখানা নদীর ডিসি রোড খেয়াঘাটে ফেরির দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) বেলা ১১টায় উপজেলার ফরিদপুর ইউনিয়নের ডিসি রোড এলাকায় এই মানববন্ধন পালিত হয়।
এতে উপজেলার ফরিদপুর, দূর্গাপাশা, কবাই, দুধল ইউনিয়ন ও বাউফল উপজেলার কালিশুরি, ধুলিয়া, কাচিপারা, কেশবপুর, সূর্যমনি, ঘড়ীপাশা, তালতলী ইউনিয়নের অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ডিসি রোড খেয়াঘাট এলাকার কারখানা নদীতে ফেরির ব্যবস্থা করতে হবে। এ দাবি বাকেরগঞ্জ ও বাউফলের প্রায় সারে ৮ লাখ মানুষের। খরস্রোতা এই নদীতে দুর্ঘটনায় বহু মানুষ হতাহত হয়েছে। এ ছাড়া বরিশালের সঙ্গে বাউফলের ৬টি ও বাকেরগঞ্জের ২টি ইউনিয়নের যোগাযোগের অন্যতম মাধ্যম ডিসি রোড খেয়াঘাট।
বক্তারা আরও বলেন, অসুস্থ রোগীদের বরিশালে নিয়ে যেতে হলে বাউফল ঘুরে প্রায় ৫০ কিলোমিটার অতিরিক্ত সড়ক পার হতে হয়। এখানে ফেরির ব্যবস্থা করা হলে বরিশাল থেকে সরাসরি কালিশুরি পর্যন্ত যান চলতে পারবে। ফলে মানুষ চিকিৎসার প্রয়োজনসহ নানা কাজে নিরাপদে বরিশালে যেতে পারবে। এ ছাড়া শিক্ষার্থীরা সহজে বরিশাল ও বাকেরগঞ্জে যেতে পারবে।
এতে বক্তৃতা করেন ফেরির দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছে, তার আহ্বায়ক আব্দুল কাইয়ুম খান, সদস্য মীর মনিরুল ইসলাম, কবিরুল ইসলাম সন্যামত, অধ্যক্ষ নূর দারাজ, মাওলানা আবুল বাশার, শিক্ষক আবুল বাশার, শিক্ষক রোকনুজ্জামান খান বাচ্চু, সমাজসেবক জেএম আবদুল লতিফ, প্রভাষক এইচএম জামান হোসেন, প্রভাষক মজিবুর রহমান চাপরাশি, সমাজসেবক টিটু মল্লিক, সজিব মোল্লা, মুশফিকুর রহমান, রিপন মৃধা, আল আমিন হাওলাদার, জসিম খান, রাজিব মোল্লা, ইলিয়াস গাজী, সাব্বির মৃধা, শহিদুল ইসলাম, আশিকুর রহমান প্রমুখ।