× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্বশুরকে বাঁচাতে গিয়ে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে শাশুড়ি

নীলফামারী প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৫ ১৮:৫০ পিএম

শ্বশুরকে বাঁচাতে গিয়ে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে শাশুড়ি

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। 

বুধবার (২১ মে) দুপুরে জেলা সদরের চাপড়া সরমজানি ইউনিয়নের ইটা পির ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার বাউড়া ফকিরের ছেলে সোলেমান বাবু (৭০) ও তার ছেলে ওয়াজেদ আলীর স্ত্রী সাবানা বেগম (৩৫)। একই ঘটনায় সোলেমান বাবুর স্ত্রী ওয়াতন বেগম (৬৫) হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঝড়বৃষ্টির কারণে বুধবার বসতবাড়ি ভেঙে যাওয়ায় বাঁশের খুঁটি লাগানোর কাজ করছিলেন সোলেমান বাবু। বাঁশের খুঁটি লাগানোর কাজ করার সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। তাকে উদ্ধার করতে এগিয়ে আসে তার স্ত্রী ওয়াতন বেগম ও তাদের পুত্রবধূ সাবানা বেগম। এ সময় তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলে মারা যান পুত্রবধূ সাবানা বেগম। পরে আশেপাশের লোকজন সোলেমান বাবুর স্ত্রী ওয়াতন বেগমকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করান।

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে দুইজন নিহত হন। গুরুতর আহত আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা