শেরপুর প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৫ ১৩:৪৯ পিএম
শেরপুরের ঝিনাইগাতীতে বন্য হাতির পৃথক আক্রমণের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) রাতে উপজেলার পাহাড়ি এলাকা দরবেশ তলা ও বড় গজনী চৌরাস্তায় এ ঘটনা ঘটে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আকাশ মিয়া গান্ধীগাঁও গ্রামের ছলিমুদ্দিন তালুকদারের ছেলে এবং এফিলিস মারাক বড় গজনী গ্রামের সহেন্দ্র মারাকের ছেলে।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে হালচাটি কোচপাড়া এলাকায় বন্য হাতির একটি দল অবস্থান করছিল। মঙ্গলবার রাতে আকাশ ওই এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ হাতির দল তাকে আক্রমণ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, এফিলিস মারাক তার বাড়ির পাশে বড় গজনী চৌরাস্তা ব্রিজ এলাকায় গেলে বন্য হাতির দলের আক্রমণে ঘটনাস্থলেই মারা যান।
রিচার্স অ্যান্ড কনজারভেশন অব এলিফ্যান্ট বাংলাদেশের সভাপতি আসিফুজ্জামান পৃথিল বলেন, হাতি খুবই শান্ত স্বভাবের, তবে প্রতিশোধ পরায়ণ। এক সপ্তাহ ধরে গান্ধীগাঁও ও গজনী এলাকার আশেপাশে প্রায় ৪০টির বেশি হাতিসহ একটি হাতির পাল অবস্থান করছে। এ বিষয়ে বন বিভাগ সবাইকে সতর্ক করলেও এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে।