রমেক হাসপাতাল
রংপুর অফিস
প্রকাশ : ১৬ মে ২০২৫ ২১:২৫ পিএম
আপডেট : ১৬ মে ২০২৫ ২১:৩২ পিএম
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ৪৬০ শয্যা বিশিষ্ট আধুনিক ক্যানসার, কিডনি ও হৃদরোগ বিভাগের নির্মাণকাজ দ্রুত এগোচ্ছে। ইতোমধ্যে ১৭ তলা ভবনের ছাদ ঢালাই শেষ হয়েছে। আগামী বছর ভবনটি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বুঝে দিতে নিয়মিত পরিদর্শন করছেন গণপূর্ত কর্মকর্তারা।
শুক্রবার (১৬ মে) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মাঠ সংলগ্ন এলাকায় নবনির্মিত ভবনটি পরিদর্শন করেন গণপূর্তের প্রধান প্রকৌশলী শামীম আখতার, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, রংপুরে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সাকিউল আলমসহ অন্যরা।
এ সময় কাজের গুণগতমান বজায় রেখে ভবন নির্মাণসহ আগামী বছর ডিসেম্বর মাসে সংশ্লিষ্ট বিভাগের ভবনে স্বাস্থ্যসেবা দেওয়া যাবে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, ‘রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এক হাজার শয্যা বিশিষ্ট। কিন্তু এখানে সব সময় আড়াই হাজার রোগী স্বাস্থ্যসেবা নিয়ে থাকে। হাসপাতালের আধুনিক বহুতল ভবনে ৩টি বিভাগ চালু হলে মূল ভবনে অনেক জায়গা তৈরি হবে। এতে অনেক রোগী সেবা নিতে পারবে। এ ভবনটি চলতি বছরের ডিসেম্বরে বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না। ভবনটি হাসপাতালের কাছে আগামী বছর ডিসেম্বরে হস্তান্তর করা হবে। ক্যানসার, কিডনি ও হৃদরোগ বিভাগের জনবল, সরঞ্জমাদি ও মেশিনপত্র সরবরাহের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’