× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গরুর জন্য পদ হারাল স্বেচ্ছাসেবক দল নেতা

ঝালকাঠি প্রতিবেদক

প্রকাশ : ১৬ মে ২০২৫ ২১:১৯ পিএম

গরুর জন্য পদ হারাল স্বেচ্ছাসেবক দল নেতা

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ঝালকাঠির রাজাপুরে পাওনা টাকা আদায়ের জন্য গরু নিয়ে যাওয়া স্বেচ্ছাসেবক দল নেতা বেল্লাল হোসেন খানকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী নারী নার্গিস বেগমকে গরুটি ফিরিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) রাতে স্বেচ্ছাসেবক দলের রাজাপুর উপজেলা শাখার আহ্বায়ক রতন দেবনাথ ও সদস্য সচিব আমিনুল ইসলাম খান সই করা প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, বিএনপির স্বেচ্ছাসেবক দলের রাজাপুর উপজেলার ২ নম্বর শুক্তাগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন খান পাওনা টাকার জন্য আবু বকরের গাভি নিয়ে এসেছেন। এটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা জানতে পেরেছি। এ ঘটনায় আমরা দুঃখিত। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বেল্লাল হোসেন খানকে সব পদ ও পদবি থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

বহিষ্কৃত বেলাল হোসেন খান বলেন, ‘৯ বছর আগে একটি বাড়ি একটি খামার প্রকল্প থেকে নার্গিস বেগমের স্বামী আবু বকরকে ২০ হাজার টাকা তুলে দেই। যা এখন সুদে আসলে ৩০ হাজার টাকা হয়েছে। আমার টাকা ফেরত না দেওয়ায় গরু নিয়েছিলাম। পরে রাতেই লোকজনের উপস্থিতিতে নার্গিস বেগমকে গরুটি ফিরিয়ে দিয়েছি।’

নার্গিস বেগম জানান, পোশাক কারখানায় চাকরি করে একটি দুধেল গরু কিনেছি। গরুর এক মাসের একটি বাছুরও রয়েছে। গাভিটি নিয়ে যাওয়ার পর বাছুরটি না খেতে পেরে অসুস্থ হয়ে পড়েছে। এ অবস্থায় তিনি ঝালকাঠি আদালতে মামলা করতে যান। তিনি বলেন, তার স্বামীর কাছে ২০ হাজার টাকা পাওনা দাবি করে স্বেচ্ছাসেবক দলের নেতা বেল্লাল হোসেন খান গরুটি নিয়ে যান। এরপর ঝালকাঠি আদালতে মামলা করতে যাই। গণমাধ্যমে খবর হলে বেল্লাল গরু ফেরত দেওয়ার কথা বলে আদালত থেকে ফিরিয়ে নিয়ে আসে। রাতে লোকজনের সামনে গরু ফেরত দিয়েছেন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রতন দেবনাথ বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। বেল্লালকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা