প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৫ ২০:৪২ পিএম
আপডেট : ১৬ মে ২০২৫ ২০:৫১ পিএম
চার জেলায় সড়ক দুর্ঘটনায় গত বৃহস্পতিবার ও শুক্রবার (১৬ মে) ৭ জন মারা গেছেন ও আহত হয়েছেন ৪২ জন। গোপালগঞ্জ, কুমিল্লা, বরিশাল ও বান্দরবানে দুর্ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে। আমাদের প্রতিবেদকদের পাঠানো খবরÑ
গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক ও বাসের হেলপারসহ ৩ জন মারা গেছেন। আহত হয়েছেন প্রায় ১৯ জন। গত বৃহস্পতিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এ সময় সড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনায় নিহতারা হলেনÑ মাদারীপুরের কালকিনির উত্তর মোল্লাবাড়ী গ্রামের জাহিদুল মোল্লার ছেলে ট্রাকচালক শামীম মোল্লা (২৫), খুলনার দাকোপ থানার উত্তর বানিয়াশান্তা গ্রামের নিরাপদ সরকারের ছেলে বাস যাত্রী মানস সরকার (৪০) ও একই জেলার ডুমুরিয়া থানার উলা মোল্লাবাড়ী গ্রামের শফিকুল ইসলাম মোল্লার ছেলে বাস হেলপার রাব্বি হাসান মোল্লা (১৮)।
গোপালগঞ্জের কাশিয়ানী ভাটিয়াপাড়ার হাইওয়ে থানার ওসি মাকসুদুর রহমান মোরাদ বলেন, ঘটনাস্থলে নিহত শামীম মোল্লা ও মানস সরকারের লাশ আবেদনের পরিপ্রেক্ষিতে স্বজনদের কাছে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।
কুমিল্লা (দক্ষিণ): কুমিল্লার সদর দক্ষিণে অজ্ঞাত গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন। গত বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার জোড় কানন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার শুক্রবার দুর্ঘটনার বিষয়টি জানান। দুর্ঘটনায় নিহতরা হলেনÑ রাজধানীর মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকার সালামের ছেলে মোহাম্মদ শাকিল হোসেন ও ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব গোপাল গ্রামের পেয়ার আহমেদের ছেলে শাহেদ শিমুল।
গৌরনদী (বরিশাল) : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর বার্থী বাজার এলাকায় শুক্রবার সকালে দ্রুতগামী একটি পিকআপ ভ্যানের চাপায় ঝালকাঠি কলেজের চলতি এইচএসসি পরীক্ষার্থী শাহারিয়া আজাদ তালহা (২০) নামে এক শিক্ষার্থী মারা গেছেন। নিহত তালহা পুলিশ কনেস্টবল আজাদ বেপারীর একমাত্র ছেলে। তার গ্রামের বাড়ি গৌরনদীর বার্থী গ্রামে। এ ঘটনায় অজ্ঞাত আসামি করে গৌরনদী হাইওয়ে থানায় একটি মামলা হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান জানান, পিকআপ ভ্যানটি শনাক্তের কাজ এবং চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় অজ্ঞাত আসামি করে একটি মামলাও হয়েছে।
লামা-আলীকদম (বান্দরবান) : বান্দরবানের আলীকদম উপজেলায় জিপ গাড়ি খাদে পড়ে তনয়া ম্রো (২৬) নামে একজন মারা গেছেন এবং নারী-শিশুসহ প্রায় ২৩ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার কলারঝিড়ি ত্রিপুরা পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তনয়া ম্রো রুপসী পাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড থংপং পাড়ার বাসিন্দা এবং ক্রালাই ম্রোথর ছেলে। আহতদের বাড়ি ডিমপাহাড় ও থানচি উপজেলার বিভিন্ন গ্রামে।
আলীকদম থানার ওসি মীর্জা জহির উদ্দিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে পাঠায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’