× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১২০ টাকা জমায় কনস্টেবল পদে নিয়োগ পেলেন ৩৬ জন

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ১৬ মে ২০২৫ ২০:৩৫ পিএম

আপডেট : ১৬ মে ২০২৫ ২০:৪৭ পিএম

১২০ টাকা জমায় কনস্টেবল পদে নিয়োগ পেলেন ৩৬ জন

মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ফেব্রুয়ারি, ২০২৫-এর নওগাঁ জেলার প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয়েছে। সরকারি কোষাগারে ১২০ টাকা জমা দিয়ে তাদের এই চাকরি হয়েছে বলে জানান পুলিশ সুপার।

বৃহস্পতিবার (১৫ মে) রাতে নওগাঁ জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার পুলিশ লাইনস ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

তিনি জেলা পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন ও ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় শতভাগ যোগ্যতা ও মেধার ভিত্তিতে স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পাওয়ায় উত্তীর্ণ প্রার্থীরা তাৎক্ষণিকভাবে আবেগঘন অনুভূতি ব্যক্ত করেন।

এ সময় পুলিশ সুপার চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশসেবার মনোভাব নিয়ে তাদের বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহ্বান জানান। এ সময় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বোর্ডের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে শারীরিক মাপ, কাগজপত্র ও শারীরিক সক্ষমতা যাচাই শেষে ৪৪৫ জন প্রার্থীর লিখিত পরীক্ষা শেষে উত্তীর্ণ ৬৯ জন প্রার্থী মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। তার মধ্যে ৩৬ জনকে প্রাথমিকভাবে উত্তীর্ণ ঘোষণা করে নওগাঁ জেলা টিআরসি নিয়োগ বোর্ড।

নওগাঁ জেলার টিআরসি নিয়োগ বোর্ডে নওগাঁর পুলিশ সুপার মো. সাফিউল সারোয়ার, নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা শারমিন নেলি ও চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএমএম ওয়াসিম ফিরোজ উপস্থিত ছিলেন।

নওগাঁর পুলিশ সুপার মো. শাফিউল সারোয়ার জানান, এই নিয়োগ প্রক্রিয়া চলাকালীন তিনজন প্রতারককে গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। প্রতারক চক্রটি বিভিন্ন প্রার্থীকে চাকরি দেওয়ার নামে মোটা অঙ্কের টাকা চুক্তি করেছিল। পুলিশ তাদের তাদের কাছ থেকে নগদ টাকা, চুক্তিনামাসহ বিভিন্ন প্রমাণাদি উদ্ধার করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা