আমতলী (বরগুনা) সংবাদদাতা
প্রকাশ : ১৬ মে ২০২৫ ২০:৩২ পিএম
আপডেট : ১৬ মে ২০২৫ ২০:৪৬ পিএম
বরগুনার আমতলীতে শিক্ষার্থীদের একটি বাসের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগা নিয়ে সংঘর্ষ হয়েছে। এতে দুই শিক্ষার্থী ও এক শ্রমিক আহত হয়েছেন। এ সময় দুটি বাসে ভাঙচুর চালানো হয়।
শুক্রবার (১৬ মে) দুপুর ১২টার দিকে উপজেলার চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাদের সঙ্গে যোগ দেয় নৌবাহিনী।
এ সময় ভাঙচুরের শিকার শিক্ষার্থীদের দুটি বাস থানায় নিয়ে যায় পুলিশ। পরে শিক্ষার্থী ও শ্রমিক নেতারা বিষয়টি আইনিভাবে মোকাবিলা না করে স্থানীয়ভাবে সমাধান করেন। তাই এ ঘটনায় কোনো মামলা হয়নি।
আমতলী থানার ওসি আরিফুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থী ও শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করি। এরপর ভাঙচুর করা বাস দুটি থানায় নিয়ে আসি। পরে শ্রমিক নেতা ও শিক্ষার্থীরা বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করেন। তারা কোনো পক্ষই আইনি প্রতিকার নিতে আগ্রহী ছিলেন না। এজন্য বিষয়টি সমাধান হয়ে গেছে।’