× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লোকালয় থেকে শজারু উদ্ধার, বনে অবমুক্ত

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ১৬ মে ২০২৫ ১৮:৩২ পিএম

আপডেট : ১৬ মে ২০২৫ ১৮:৩৯ পিএম

লোকালয় থেকে শজারু উদ্ধার, বনে অবমুক্ত

শেরপুরে লোকালয় থেকে শজারু উদ্ধার নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক এলাকায় বনে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (১৬ মে) সকালে নালিতাবাড়ীর পোড়াগাঁও ইউনিয়নের উত্তর কাটাবাড়ি এলাকা থেকে শজারুটি উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়।

স্থানীয়রা জানায়, শজারু ছানাটি তার মায়ের সঙ্গে খাদ্যের সন্ধানে এসেছিল। এ সময় এলাকার কিছু কুকুরের তাড়া খেয়ে ছানাটি আতঙ্কে স্থানীয় বাসিন্দা ক্লিন ম্রংয়ের বাড়িতে আশ্রয় নেয়। ক্লিন ম্রং শজারু ছানাটিকে সযত্নে খাওয়ান ও লালন-পালন করেন। পরবর্তীতে তিনি স্থানীয় বিট কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন।

বাতকুচি বিট কর্মকর্তা মো. আজহারুল ইসলামের তত্ত্বাবধানে এবং মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলীর নেতৃত্বে একটি দল ছানাটিকে উদ্ধার করে। পরে বন বিভাগের উদ্যোগে ছানাটি নিরাপদভাবে প্রাকৃতিক আবাসে ফিরিয়ে দেওয়া হয়।

বন্যপ্রাণী অধিকার কর্মী আসিফুজ্জামান পৃথিল বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি প্রজাতিটি দেশি শজারু (Indian Crested Porcupine) এবং বনে খাবার সংকট তাই খাবারের খোঁজে প্রাণীটি লোকালয়ে এসেছিল। শজারু বৃহৎ ইঁদুরজাতীয় নিশাচর প্রাণী। এরা মাটিতে গর্ত খুঁড়ে বাসস্থান বানায়। তৃণভোজী জীব হিসেবে প্রাণীটি ঘাস, লতাপাতা, ফলমূল, শস্যদানা ইত্যাদি খেয়ে জীবনধারণ করে। এরা সাধারণত আড়াই বছরে পূর্ণ বয়স্ক হয় এবং বছরে এক থেকে চারটি বাচ্চা দেয়। পূর্ণ বয়স্ক একটি শজারুর ১০ থেকে ১২ কেজি ওজন হয় এবং ১৮ থেকে ২০ বছর বাঁচে।

মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী বলেন, আমরা প্রাণীটিকে উদ্ধার করে নিরাপদ বনে অবমুক্ত করেছি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা