× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বোয়ালমারীতে নকল শিশুখাদ্য উৎপাদন কারখানায় অভিযান, জরিমানা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৬ মে ২০২৫ ১৮:৩১ পিএম

আপডেট : ১৬ মে ২০২৫ ১৮:৩৮ পিএম

বোয়ালমারীতে নকল শিশুখাদ্য উৎপাদন কারখানায় অভিযান, জরিমানা

ফরিদপুরের বোয়ালমারীতে অনুমোদনহীন শিশুখাদ্য উৎপাদন কারখানা সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উৎপাদিত নকল পণ্য জব্দ করাসহ কারখানার মালিককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করে আদালত।

বৃহস্পতিবার (১৫ মে) রাত ১০টার দিকে উপজেলার সাতৈর বাজার রেলগেট এলাকার শেলাহাটি গ্রাম অবৈধ ওই কারখানায় এ অভিযান চালায় যৌথ বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জেল, জরিমানাসহ অবৈধ পণ্য জব্দ করে ধ্বংস করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম তানভীর হাসান চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা যায়, সাতৈর বাজার সংলগ্ন রেলগেট এলাকায় শেলাহাটি গ্রামের রিজিয়া আইসক্রিম ফ্যাক্টরির স্বত্বাধিকারী আশরাফ মল্লিক আইসক্রিম ফ্যাক্টরির আড়ালে দীর্ঘদিন যাবত নকল ও অস্বাস্থ্যকর শিশুখাদ্য উৎপাদন করে উপজেলার বিভিন্ন হাটবাজারে বিপণন করে আসছিল। আধুনিক যন্ত্রপাতি সজ্জিত কারখানায় প্রসিদ্ধ শিশুখাদ্য উৎপাদন প্রতিষ্ঠানের মোড়ক নকল করে মানহীন শিশুখাদ্য উৎপাদন করে আসছিল কারখানাটির মালিক।

এ বিষয়ে আদালত পরিচালক নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী বলেন, মানবদেহ ও শিশুদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রণ করে পণ্য উৎপাদন নিষিদ্ধ। নকল পণ্য উৎপাদনের জন্য মালিককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করাসহ অস্বাস্থ্যকর পণ্য ধ্বংস এবং কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা