ফেনী প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৫ ১৮:২৭ পিএম
আপডেট : ১৬ মে ২০২৫ ১৮:৩৭ পিএম
‘অন্তর্বর্তী সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার দিকে মনোযোগী নয়, প্রশাসনে তাদের নিয়ন্ত্রণ এখনও দুর্বল। এরকম চলতে থাকলে সংস্কার ও নির্বাচন কোনোটাই তারা ঠিকমত করতে পারবে কি না এ নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে।’
শুক্রবার (১৬ মে) এবি পার্টি ফেনী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন নেতাদের এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
মাস্টার আহছান উল্লাহর সভাপতিত্বে ও নারী নেত্রী জাহানারা আক্তার মনির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ দলের কেন্দ্রীয় অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল ও কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক রিপন মাহমুদ।
প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন এবি পার্টি ফেনী জেলার সদস্য সচিব প্রভাষক ফজলুল হক, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোতাহের হোসেন বাহার, সাংগঠনিক সম্পাদক শাহাদাত সাজু, ফেনী পৌর শাখার আহ্বায়ক আবুল কালাম আজাদ সেলিম, সদর যুগ্ম সদস্য সচিব হাফেজ কামরুল, যুব পার্টির আহ্বয়ক শফিউল্যাহ পারভেজ, সদস্য সচিব এসএম ইব্রাহিম সোহাগ।
সভায় আরও উপস্থিত ছিলেনÑ এবি পার্টি ফেনী জেলার যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, কোষাধক্ষ্য শাহ আলম শাহীন সুলতানী, প্রচার ও মিডিয়া সম্পাদক হাবীব উল্যাহ মিয়াজী, সমাজসেবা সম্পাদক এবি সিদ্দিক, সহদপ্তর সম্পাদক নাজরানা হাফিজ অমলান, নারী বিষয়ক সম্পাদক জাহানারা আক্তার মনি, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল হাফিজ খন্দকার, সদস্য কাজী জাহাঙ্গীর আলম, ফেনী সদর উপজেলা সদস্য সচিব আবু সাইদ যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম সবুজ প্রমুখ।