× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গভীর রাতে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক

প্রকাশ : ১৬ মে ২০২৫ ১৭:০১ পিএম

আপডেট : ১৬ মে ২০২৫ ১৭:০১ পিএম

সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি। প্রবা ফটো

সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি। প্রবা ফটো

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা সীমান্ত দিয়ে কিছু মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে স্থানীয় জনতা ও বিজিবি সদস্যদের প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ সদস্যরা।

বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে রাতভর সীমান্তে উত্তেজনা বিরাজ করে। তবে পরিস্থিতি টের পেয়ে বিএসএফ সদস্যরা সরে যাওয়ায় কোনো অনাকাঙ্ক্ষিত কিছু ঘটেনি।

জানা যায়, বৃহস্পতিবার রাত ২টার দিকে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করতে কিছু মানুষকে জড়ো করে বিএসএফ। খবর পেয়ে সতর্ক অবস্থান নেয় বিজিবি। অপরদিকে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সিঙ্গারবিল, বিষ্ণুপুর, নলঘরিয়া, মেরাসানী, নোয়াবাদী সীমান্তে শত শত স্থানীয় বাসিন্দা জড়ো হন। অনেকে ফেসবুকে লাইভে এসে লোকজনকে জড়ো হওয়ার আহবান জানাতে থাকেন। এভাবে শত শত মানুষ জড়ো হলে একপর্যায়ে পিছু হটে বিএসএফ সদস্যরা।

শুক্রবার সকালে ইউনিয়ন পরিষদ মেম্বার বাচ্চু মিয়া বলেন, রাত ২টার দিকে খবর পেয়ে এলাকার মানুষকে সীমান্তে যেতে বলি। লোকজন জড়ো হলে বিএসএফ সরে যায়। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

ইউনিয়ন পরিষদ মেম্বার মামুন চৌধুরী বলেন, বিএসএফ পুশইনের চেষ্টা করলে এলাকায় মাইকিং করা হয়। বিজিবির সহযোগিতায় লোকজন সীমান্তে গিয়ে জড়ো হয়ে তাদেরকে পিছু হটতে বাধ্য করে। তবে কতজনকে সীমান্তে আনা হয়েছিল সেটা নিশ্চিত করে বলতে পারছি না।

বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা বলেন, সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক আছে। পুশইন চেষ্টার খবরে জনগণ বিজিবির সঙ্গে থেকে প্রতিহত করেছে। সবাই সতর্ক অবস্থানে আছেন।

বিজিবি- ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহাম্মেদ সাংবাদিকদেরকে বলেন, বিএসএফ পুশইন করবে বলে খবর আসে। এ অবস্থায় বিজিবি সতর্ক অবস্থান নেয়। পাশাপাশি উৎসুক জনতা সীমান্তে জড়ো হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা