× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদ্যালয়ে উপস্থিত না থেকেও বেতন নিচ্ছেন প্রধান শিক্ষক

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৬ মে ২০২৫ ১৬:২০ পিএম

আপডেট : ১৬ মে ২০২৫ ১৬:২৫ পিএম

বিদ্যালয়ে উপস্থিত না থেকেও বেতন নিচ্ছেন প্রধান শিক্ষক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র ও স্থানীয়দের চাপের মুখে পদত্যাগের পর নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত না থাকলেও দীর্ঘ ৮ মাস ধরে বেতন-ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে কিশোরগঞ্জের ভৈরবে সরকারি কেবি পাইলট মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক নূরুল ইসলামের বিরুদ্ধে। 

বিদ্যালয় সূত্রে জানা যায়, গত বছর ২৪ আগস্ট স্কুলের সহকারী প্রধান শিক্ষক বাবু বিশ্বনাথ গুপ্তের হাতে এ পদত্যাগপত্র জমা দেন প্রধান শিক্ষক নুরুল ইসলাম। ওই সময় স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ছাত্রদের এ বিষয়ে স্কুলের সাবেক শিক্ষার্থীদের অভিযোগ তারা কয়েক দফা প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করেন। একশ বছর পূর্তি উপলক্ষে প্রধান শিক্ষক সাবেক শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা তুলেছিলেন। অনুষ্ঠান না হওয়ায় এ বিষয়ে ওই প্রধান শিক্ষকের সঙ্গে আলোচনা করতে গেলে তিনি তাদের কোনো হিসাব ও সদুত্তর দিতে পারেনি। এ ছাড়াও স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের একাধিক শিক্ষক, দারোয়ান ও শিক্ষার্থীর বিভিন্ন অভিযোগ ছিল। এ বিষয়ে ২৪ আগস্ট প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলতে গেলে তিনি চাঁদাবাজির বিষয়টি স্বীকার করেন এবং স্বেচ্ছায় পদত্যাগ করেন।

সরেজমিন বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছেন বিদ্যালয়ের শিক্ষক ফজলুর রহমান। তিনি বলেন, আমাদের প্রধান শিক্ষক পদত্যাগের পর সহকারী প্রধান শিক্ষক বাবু বিশ্বনাথ গুপ্ত দায়িত্ব পালন করেছেন। তিনি অবসরে চলে গেলে আমি কয়েক দিন ধরে দায়িত্ব পালন করছি। তবে প্রধান শিক্ষক তার জায়গা থেকে উপস্থিত না হয়েও বিদ্যালয়ের প্রয়োজনীয় সব কাজ করার চেষ্টা করছেন। 

বিদ্যালয়ের সাবেক ছাত্র রিদম বলেন, আমরা সুনির্দিষ্ট প্রমাণ নিয়ে প্রধান শিক্ষকের কাছে গেলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। আমরা প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করেছিলাম আপনার করণীয় কী। তখন তিনি বলেছেন আমি পদত্যাগ করব। ওইদিন তিনি স্বেচ্ছায় লিখিত পদত্যাগপত্র সই করে বিদ্যালয় ছেড়ে চলে যান। আমরা চাই বিদ্যালয়ে নতুন প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হোক। 

ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও বিদ্যালয়ে সাবেক ছাত্র আরাফাত ভূইয়া বলেন, প্রধান শিক্ষক আমাদের সামনে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। ৮ মাস ধরে আমরা ভৈরব উপজেলা ইউএনও অফিস, উপজেলা শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসে বিদ্যালয়ে অডিট করতে চিঠির মাধ্যমে জানিয়েছি ও মৌখিকভাবেও একাধিকবার বলেছি। প্রধান শিক্ষকের পদত্যাগের বিষয়টি তদন্ত করতেও বলা হয়েছে। কিন্তু এখনও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে না।

নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বলেন, সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে প্রধান শিক্ষক নূরুল ইসলাম পদত্যাগের পর নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত না থেকেও নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করেন। তার বিরুদ্ধে এতসব অভিযোগ থাকা সত্ত্বেও প্রশাসন কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না, আমরা বিস্মিত।

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক নুরুল ইসলাম জানান, আমার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ এনে শিক্ষার্থীরা মিছিল ও মানববন্ধন করেছে। এ বিষয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় নিউজও হয়েছে। আমি নিরপরাধ হলেও নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগ নেই। একটি মহলের চাপে আমি নিজের আত্মসম্মান রক্ষা করে স্বেচ্ছায় পদত্যাগ করতে বাধ্য হয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন বলেন, সরকারি কেবি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ৮ মাস ধরে বিদ্যালয়ে না আসার বিষয়ে আমি অবগত আছি। আমিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে বিষয়টি অবগত করেছি। আমি চাই বিদ্যালয়ের সমস্যা দ্রুত সমাধান হোক।

কিশোরগঞ্জ জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা জানান, এটা তো সরকারি স্কুল হয়ে গেছে। তাই এটা আমরা দেখি না। এটা ঢাকা থেকে দেখে।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা মো. কায়ছার ফরাজী বলেন, বর্তমানে ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা শিক্ষকসহ কয়েকজন শিক্ষক একসঙ্গে অধিদপ্তরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে প্রধান শিক্ষক না থাকার বিষয়টি ও বিদ্যালয়ের অন্যান্য সমস্যার বিষয়ে অবগত করলে দ্রুত সময়ের মধ্যে সমাধান পাওয়া যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা