চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৪ মে ২০২৫ ২২:৪৭ পিএম
প্রবা ফটো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান শেষে নিজ গ্রাম হাটহাজারী উপজেলার বাথুয়ায় পৈতৃক বাড়িতে গেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (১৪ মে) বিকেলে সেখানে গিয়ে তিনি তার দাদা-দাদিসহ প্রয়াত আত্মীয়-স্বজনদের কবর জিয়ারত করেন। এরপর সেখানে সমবেত গ্রামবাসীর উদ্দেশে বক্তব্য দেন।
এসময় আত্মীয়-স্বজন, নিজ গ্রামবাসী, পাড়া-প্রতিবেশীর সঙ্গে দেখা করে আনন্দময় কিছু সময় কাটান প্রধান উপদেষ্টা। পরে বাড়ির সামনে সমবেতদের উদ্দেশে নিজের শৈশবের স্মৃতিচারণ করেন।
শিশু ও কৈশোরের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে এসেছিলাম। এই সুযোগে আপনাদের সঙ্গে দেখা করে গেলাম। খুব ভালো লাগছে। সবার সঙ্গে আমার দেখা হলো। আপনারা আমার জন্য দোয়া করবেন।’
বাড়িতে যাওয়ার আগে হাটহাজারীতে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠিত প্রথম শাখা ও ‘জোবরা জাদুঘর’ পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা।