× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেরপুরে টিআরসি নিয়োগ পরীক্ষায় ৩ ভুয়া পরীক্ষার্থী আটক

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ১৪ মে ২০২৫ ২১:৩৬ পিএম

শেরপুরে টিআরসি নিয়োগ পরীক্ষায় ৩ ভুয়া পরীক্ষার্থী আটক

শেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে এসে তিন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার শহরের নবারুণ পাবলিক স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে। শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে বুধবার (১৪ মে) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেনÑ জয়পুরহাট জেলার নজরুল ইসলামের ছেলে মো. রাজু আহম্মেদ, কক্সবাজারের ইকতিয়ার উদ্দিনের ছেলে আফ্রিদি রহমান নিটু এবং চাঁপাইনবাবগঞ্জের মোখলেছ উদ্দিনের ছেলে আবু শাহাদাৎ তুষার।

জেলা পুলিশ জানায়, টিআরসি পদে লিখিত পরীক্ষা শুরু হওয়ার আগে কাগজপত্র যাচাইকালে ছবি ও তথ্যের গরমিল ধরা পড়লে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে, আর্থিক লেনদেনের মাধ্যমে প্রক্সি দিতে এসেছিলেন। আটক মো. রাজু আহম্মেদ ৮০ হাজার টাকায় পরীক্ষার্থী শাকিল মিয়ার পরিবর্তে, আফ্রিদি রহমান নিটু ৬০ হাজার টাকায় পরীক্ষার্থী শাকিল আহম্মেদের পরিবর্তে এবং আবু শাহাদাৎ তুষার ১ লাখ টাকায় পরীক্ষার্থী মো. বাদল ইসলামের পরিবর্তে লিখিত পরীক্ষায় অংশ নিতে এসেছিলেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবাইদুল আলম বলেন, এ ঘটনায় তিনজনকে আটক ও থানায় মামলা রুজু করা হয়েছে। জড়িত অন্যান্য আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা