× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঁচ জেলায় আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ মে ২০২৫ ২১:১৪ পিএম

পাঁচ জেলায় আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

দেশের কয়েকটি জেলায় গত মঙ্গলবার ও বুধবার (১৪ মে) আওয়ামী লীগের ৮ নেতাকর্মীকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে। গাজীপুর, কুমিল্লা, খুলনা, রাজবাড়ী ও ফরিদপুর থেকে এসব নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :

গাজীপুর : গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাওয়ালগড় ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার শাহীদা আক্তার জসুদাকে গ্রেপ্তার করেছে জয়দেবপুর থানা পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত ২টায় গাজীপুর মহানগরীর উত্তর ছায়াবিথী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া শাহীদা আক্তার জসুদা গাজীপুর সদর উপজেলার ভবানীপুর গ্রামের শান্তি চরণের মেয়ে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বুড়িচং (কুমিল্লা) : কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগ নিষিদ্ধ দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউল করিম খোকনকে জামিনে মুক্তির পর ফের গ্রেপ্তার করেছে পুলিশ। একই উপজেলার যুবলীগ কর্মী ইব্রাহিম খলিল রিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে একটি ভার্চুয়াল গ্রুপ মিটিংয়ে সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনার সঙ্গে অংশগ্রহণ এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে কুমিল্লা নগরীর একটি বাসা থেকে কোতোয়ালি মডেল থানার একটি দল তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম।

পাইকগাছা (খুলনা) : খুলনার পাইকগাছায় থানা পুলিশ নাশকতা মামলায় ২ ইউপি সদস্য ও নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে।

বুধবার সকাল ৭টার দিকে বাঁকাবাজার রাড়ুলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম মোড়ল এবং ১ নম্বর ওয়ার্ড সদস্য পিযুষ কান্তি দাশ বাপ্পিকে কাঠিপাড়া বাজার ও চাঁদখালী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোস্তবা রাফিদ প্রিন্সকে মঙ্গলবার রাত ১১টায় লক্ষ্মীখোলা বাজার থেকে গ্রেপ্তার করেছে। ওসি ইদ্রিসুর রহমান নিশ্চিত করেছেন।

রাজবাড়ী : রাজবাড়ীর কালুখালীতে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আব্দুর রশিদ নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পাঁচটিকরী গ্রামের মোজাহার আলী মন্ডলের ছেলে ও কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বুধবার দুপুর পৌনে ১২টার দিকে কালুখালী উপজেলার রতনদিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সালথা-নগরকান্দা (ফরিদপুর): ফরিদপুরের সালথায় নাঈম মুন্সী নামে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার গভীর রাতে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে অভিযান চালিয়ে নাঈমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া নাঈম মুন্সী মাঝারদিয়া গ্রামের পলাশ মুন্সীর ছেলে ও নিষিদ্ধঘোষিত সংগঠন সালথা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা