× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাই গণহত্যায় শহীদ মাহফুজ

লাশ উত্তোলনে পরিবারের আপত্তি ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ১৪ মে ২০২৫ ২১:০৮ পিএম

লাশ উত্তোলনে পরিবারের আপত্তি ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট

২০২৪ সালের জুলাই মাসে পুলিশের গুলিতে নিহত মাহফুজুর রহমানের লাশ কবর থেকে তুলতে গিয়ে পরিবারের সদস্যদের বাধায় লাশ না তুলে ফিরে গেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মামলার তদন্তকারী কর্মকর্তা।

বুধবার (১৪ মে) দুপুর ১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুদ্দোজা ও মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর থানার এসআই মো. তরিকুল ইসলাম বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হরতকিতলা গ্রামে পৌঁছান। তবে শহীদ মাহফুজের বাবা আব্দুল মান্নান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা এবং স্থানীয়রা কবর থেকে লাশ উত্তোলনে বাধা দেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে লিখিত আপত্তিপত্র প্রদান করলে তিনি লাশ না তুলেই ফিরে যান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুদ্দোজা বলেন, মামলার তদন্ত ও বিচারের স্বার্থে আদালত লাশ উত্তোলনের নির্দেশ দিয়েছেন। কিন্তু পরিবারের লিখিত আপত্তির কারণে লাশ তোলা হয়নি। বিষয়টি আদালতকে জানানো হবে।

উল্লেখ্য গত বছরের ১৯ জুলাই ঢাকার মিরপুর ১০ নম্বর এলাকায় ‘ফ্যাসিস্ট হাসিনা’ বিরোধী মিছিলে অংশ নেন মিরপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মাহফুজুর রহমান। ওই সময় পুলিশের গুলিতে তিনি নিহত হন। পরদিন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গ থেকে তার মরদেহ গ্রহণ করে পরিবার গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করে।

এ ঘটনায় মাহফুজের বাবা আব্দুল মান্নান গত ১৪ ফেব্রুয়ারি মিরপুর থানায় হত্যা মামলা (নং-৩২) দায়ের করেন। মামলায় শেখ হাসিনাসহ ৫০ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে বলে জানান তদন্ত কর্মকর্তা এসআই তরিকুল ইসলাম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা