× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেলওয়ের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ময়মনসিংহ প্রতিবেদক

প্রকাশ : ১৪ মে ২০২৫ ২০:০৬ পিএম

ময়মনসিংহ নগরীর সানকিপাড়া রেল ক্রসিং এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। প্রবা ফটো

ময়মনসিংহ নগরীর সানকিপাড়া রেল ক্রসিং এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। প্রবা ফটো

ময়মনসিংহের সানকিপাড়া রেল ক্রসিং এলাকায় রেলওয়ের জমিতে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেল কর্তৃপক্ষ। বুধবার (১৪ মে) বেলা ১১টা থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে এ অভিযান শুরু হয়।

রেলওয়ের ভূসম্পত্তি বিভাগের কর্মকর্তা মাসীর উদ্দিন মাহমুদ এবং ময়মনসিংহ সেনাবাহিনীর মেজর সজিবের নেতৃত্বে চালানো এই অভিযানে বিপুলসংখ্যক সেনা সদস্য, থানা পুলিশ, রেলওয়ে পুলিশ এবং আনসার সদস্য অংশ নেন।

অভিযানের শুরুতে রেল ক্রসিংয়ের পশ্চিম ও দক্ষিণ পাশে থাকা অবৈধ ঘরবাড়ি ও দোকানপাট উচ্ছেদ করা হয়। পরে বাজার এলাকায় দোকানপাট ভাঙচুর শুরু হলে ব্যবসায়ীরা প্রতিবাদ জানিয়ে বাধা দেন। তাদের হইচই ও উত্তেজনার মুখে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে উচ্ছেদ অভিযান স্থগিত করে।

রেলওয়ে সূত্র জানায়, ময়মনসিংহের কেওয়াটখালী থেকে ঘুন্টি পর্যন্ত রেললাইনের দুই পাশে দীর্ঘদিন ধরে শত শত একর জমি দখল করে রেখেছে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। সানকিপাড়া, মিন্টু কলেজ এলাকা, কেওয়াটখালী ও রেলওয়ে জংশন এলাকাজুড়ে গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনা নিয়ে প্রতিদিনের বাংলাদেশসহ বিভিন্ন জাতীয় দৈনিকে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা বলেন, তারা সিটি করপোরেশন থেকে জায়গা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন। আগে তাদের ব্যবসা করার সুযোগ করে দিতে হবে, এরপর তাদের দোকানপাট ভাঙচুর করুক।

রেলওয়ের ভূসম্পত্তি বিভাগের কর্মকর্তা মাসীর উদ্দিন মাহমুদ বলেন, রেলওয়ের যেসব জমি অবৈধভাবে দখল হয়েছে, পর্যায়ক্রমে সব স্থাপনা উচ্ছেদ করা হবে। এখানে কাউকে ছাড় দেওয়া হবে না। তবে অভিযানে বিভিন্ন এলাকায় স্থানীয়দের বাধার বিষয়টিও স্বীকার করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা