× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৃদ্ধাকে গলা কেটে হত্যা, স্বর্ণালংকার লুট

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৪ মে ২০২৫ ১৮:৩৭ পিএম

বৃদ্ধাকে গলা কেটে হত্যা, স্বর্ণালংকার লুট

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় তাজিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই সঙ্গে ঘর থেকে স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে তারা।

মঙ্গলবার (১৩ মে) রাতে উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের কালুপুর পোলের গোড়া এলাকার এমদাদউল্লাহ কারি সাহেবের বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত তাজিয়া বেগম ওই বাড়ির আবদুল মন্নানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় তাজিয়া বেগম ঘরে একাই ছিলেন। তার স্বামী আবদুল মন্নান পাশের মসজিদে এশার নামাজ পড়তে গিয়েছিলেন। নামাজ শেষে ঘরে ফিরে তিনি স্ত্রীর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। ঘরের দরজা খোলা ছিল এবং আলমারি ও অন্যান্য আসবাবপত্র তছনছ অবস্থায় ছিল। পরে স্থানীয় ও স্বজনরা পুলিশে খবর দেন।

আবদুল মন্নান বলেন, আমি প্রতিদিনের মতো মসজিদে নামাজ পড়তে যাই। ফিরে এসে দেখি দরজা খোলা, ঘরে ঢুকেই স্ত্রীর রক্তাক্ত মরদেহ দেখতে পাই। মনে হয় ঘরে ঢুকে কে বা কারা তাকে হত্যা করে গহনা নিয়ে পালিয়ে গেছে। আমাদের কারও সঙ্গে কোনো শত্রুতা নেই।

তিনি আরও জানান, তার স্ত্রী সাধারণ জীবনযাপন করতেন এবং কারও সঙ্গে কখনও কোনো বিরোধ ছিল না। খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি লুটপাটের উদ্দেশ্যে সংঘটিত একটি হত্যাকাণ্ড। তদন্ত চলছে, দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা