× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশের ধাওয়া খেয়ে নিখোঁজ সাবেক বিজিবি সদস্যের লাশ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৪ মে ২০২৫ ১৮:২৭ পিএম

পুলিশের ধাওয়া খেয়ে নিখোঁজ সাবেক বিজিবি সদস্যের লাশ উদ্ধার

গোপালগঞ্জে জুয়ার আসর থেকে পুলিশের ধাওয়া খেয়ে নিখোঁজের একদিন পর ঘটনাস্থলের পাশের একটি পুকুর পাড় থেকে হাফিজুর রহমান লিটন (৪৮) নামে এক সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বুধবার (১৪ মে) বেলা ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের কলপুর দক্ষিণপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সাবেক বিজিবি সদস্য হাফিজুর রহমান লিটন সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের কলপুর মধ্যপাড়া এলাকার মো. আকরাম মোল্লার ছেলে। রিপন মোল্লা বিডিআর বিদ্রোহে চাকরিচ্যুত হয়েছিলেন।

নিহত হাফিজুরের স্ত্রী ফেরদৌসী বেগম জানান, গত মঙ্গলবার দুপুরের খাওয়া শেষ করে বিকালে বাড়ি থেকে বের হয় হাফিজুর রহমান রিপন। রাতে বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাইনি পরিবারের সদস্যরা। গতকাল ভোরে কলপুর গ্রামের দক্ষিণপাড়ার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মিজানুর রহমান মোল্লার বাড়ির পাশে পুকুর পাড়ে হাফিজুরের মরদেহ পড়ে থাকতে দেখে পরিবার ও বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, তার স্বামী হাফিজুর রহমান রিপন মোল্লা হার্টের রোগী ছিলেন। তার কোনো শত্রু নেই। অ্যাটাক হয়েই তার মৃত্যু হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু সালেহ মো. আনসার উদ্দিন জানান, বৌলতলী পুলিশ ফাঁড়ির এএসআই শামীম আহমেদের নেতৃত্বে একদল পুলিশ গত মঙ্গলবার বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের কলপুর গ্রামের ওয়ারেন্টের আসামি শাহিন মোল্লাকে ধরতে যায়। তখন কলপুর গ্রামের দক্ষিণপাড়ায় একটি খাল পাড়ে জুয়া খেলা চলছিল। সেখানে থাকা হাফিজুর রহমানসহ ১০-১৫ জন ছোটাছুটি করে পলিয়ে যায়।

তিনি বলেন, হাফিজুর বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি করে পরিবারের সদস্যরা। গতকাল সকালে একটি পুকুর পাড়ে হাফিজুরের মরেদহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা