ফলোআপ
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
প্রকাশ : ১৪ মে ২০২৫ ১৮:২২ পিএম
বরিশালের গৌরনদী উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ অফিস গত মঙ্গলবার তালাবদ্ধ করে দিয়েছিল স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ বিক্ষুব্ধ লোকজন। এ ঘটনার পর উপজেলা ইউএনওর হস্তক্ষেপে বুধবার (১৪ মে) তালাবদ্ধ সব ইউনিয়ন পরিষদ কার্যালয় খুলে দেওয়া হয়েছে।
সরিকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফারুক হোসেন মোল্লা বলেন, মঙ্গলবার শত শত লোক এসে কর্মকর্তা ও কর্মচারীদের অফিস থেকে বের করে অফিসে তালা লাগিয়ে দেয়। বিষয়টি ইউএনওকে জানালে তিনি তালা খুলে দেওয়ার ব্যবস্থা করেছেন। কর্মচারীরা অফিসে কার্যক্রম চালালেও আমি নিরাপত্তার কারণে পরিষদে যাইনি। খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুর আলম সেরনিয়াবাত বলেন, ‘বুধবার (গতকাল) সকালে প্রশাসনের সহযোগিতায় তালা খুলে দেওয়া হয়েছে।’
ইউনিয়ন পরিষদে হামলা ও তালাবদ্ধ করে দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে ইউপি চেয়ারম্যানদের অপসারণের ও বিক্ষোভের নেতৃত্বদানকারী ও জেলা বিএনপির সদস্য এসএম মনিরুজ্জামান বলেন, ‘চেয়ারম্যানদের অপসারণ চেয়ে আমরা বিক্ষোভ সমাবেশে ও ইউএনওর কাছে স্মরকলিপি দিয়েছি। কিন্তু পরিষদে তালা লাগানোর সঙ্গে আমরা জড়িত না।’ উল্লেখ্য, সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাদের ইউপি চেয়ারম্যান পদ থেকে অপসারণেরর দাবিতে মঙ্গলবার সকালে বিএনপি ও সহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও ইউএনও অফিসের সামনে সমাবেশ করে।
উপজেলা ইউএনও রিফাত আরা মৌরি বলেছেন, ‘তালাবদ্ধ পরিষদ খুলে দেওয়া হয়েছে। ফলে সব ইউনিয়ন পরিষদে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।’