বড়লেখা (মৌলভীবাজার) প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৫ ১৮:১৫ পিএম
আপডেট : ১৪ মে ২০২৫ ১৮:১৮ পিএম
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নারী-শিশুসহ আরও ৪৪ জনকে পুশইন করেছে।
বুধবার (১৪ মে) বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেছে। যাচাই-বাছাই করে তারা বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হয়েছে বিজিবি। তাদের বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, আটকরা সকলেই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের পরিবারের নিকট হস্তান্তরের জন্য থানায় সোপর্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা বিভিন্ন সময়ে ভারতে গমন করে। সম্প্রতি ভারতে পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়। সেখানে পুলিশ তাদের জিনিসপত্র রেখে দেয়। এরপর তাদের সীমান্ত দিয়ে পুশইন করা হয়।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরের দিকে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্ট দিয়ে ৪৪ জনকে পুশইন করে বিএসএফ। বিজিবি ঘটনাস্থল থেকে তাদের আটক করে। আটকের পর তাদের স্থানীয় শাহবাজপুর বালিকা বিদ্যালয়ে রাখা হয়। পরবর্তীতে তাদের যাচাই-বাছাই শেষে বড়লেখা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তাদের মধ্যে ১৩ জন পুরুষ, ১৮ জন নারী ও ১৩ শিশু আছে। বিভিন্ন সময়ে তারা ভারতে গিয়েছিলেন। আটকদের মধ্যে ৩৮ জনের বাড়ি কুড়িগ্রাম জেলায়। অন্যদের মধ্যে ৩ জনের বাড়ি বাঘেরহাট জেলায় ও ৩ জনের বাড়ি যশোর জেলায়।
আটকরা জানিয়েছেন, তারা কাজের জন্য অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের আটক করে। তারা জানান, সীমান্তের ওপারে আরও মানুষকে আটক করে রেখেছে বিএসএফ। তাদেরও অবৈধভাবে পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছে তারা।
উত্তর শাহবাজপুর ইউপির চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বলেন, আজ ভোরে আরও ৪৪ জনকে বিএসএফ বাংলাদেশে পাঠিয়েছে। স্থানীয়ভাবে খবর পেয়ে বিজিবি তাদের আটক করেছে। তারা সবাই বাংলাদেশি।
এর আগে গত ৭ ও ৮ মে ৬১ বাংলাদেশিকে পুশইন করে বিএসএফ। তাদের যাচাই-বাছাই করে থানা পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুশইন ঠেকাতে বড়লেখা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে বিজিবি। কিন্তু বিজিবির চোখ ফাঁকি দিয়ে ফের অবৈধভাবে আরও ৪৪ জনকে ঠেলে পাঠালো বিএসএফ।