চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৫ ১৮:০৩ পিএম
ভোলার চরফ্যাশনে একটি হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আটজনকে খালাস দেওয়া হয়েছে। এছাড়া দণ্ডিতদের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৪ মে) দুপুর ১২টার দিকে চরফ্যাশন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ সাখাওয়াত হোসাইন এই রায় দেন।
দণ্ডিতরা হলেন, চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ৩ নম্বর ওয়ার্ডের হাফেজ মনির উদ্দিন, জাভেদ মিয়া, মো: হাবিত ওরফে ছাবিত ও উত্তর ফ্যাশন ৪ নম্বর ওয়ার্ডের মোস্তফা জমাদার টুটুল। আসামিরা সবাই পলাতক।
তাদের মধ্যে মনির উদ্দিন ও মোস্তফা জমাদার টুটুলকে আমৃত্যু যাবজ্জীবন এবং জাভেদ মিয়া ও ছাবিতকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৪ এপ্রিল চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের উত্তর ফ্যাশন গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে নুর উদ্দীনের বাড়িতে ডাকাতি করতে যায় জাফর ইমাম স্বপন ও তার দল। এসময় নুর উদ্দীনের পরিবারের বেশ কয়েকজনকে কুপিয়ে আহত করে ডাকাতদল। এ ঘটনায় পরদিন ডাকাত জাফরকে তুলে নিয়ে নির্যাতন করে। এতে তার মৃত্যু হয়।
এ ঘটনায় চরফ্যাশন থানার ততকালীন উপ-পরিদর্শক ছগীর মিয়া ১২ জনের নামে একটি হত্যা মামলা করেন। দীর্ঘ ১০ বছর পর অভিযোগ প্রমাণিত হওয়ায় চারজনকে যাবজ্জীবন দিলেন আদালত।