× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১১ জেলায় ঝড় ও বজ্রপাতের আশঙ্কা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ মে ২০২৫ ০৯:০৯ এএম

১১ জেলায় ঝড় ও বজ্রপাতের আশঙ্কা

সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, মৌলভীবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগে দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

বুধবার (১৪ মে) সকাল ৬ টা ৪০ মিনিট থেকে বেলা ১১টার মধ্যে এসব স্থানে ঝড় ও বজ্রপাত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।

বজ্রপাত এড়াতে বেশকিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) ও বেসরকারি প্রতিষ্ঠান রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম (রাইমস)।

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে-

১. আকাশে কালো মেঘ দেখা গেলে বা বজ্রপাতের শব্দ শোনা গেলে নিরাপদ স্থানে, যেমন-ঘরে অথবা আশ্রয়কেন্দ্রে অবস্থান করতে হবে।

কোনভাবেই বজ্রপাত চলাকালীন সময়ে, ঘরের বাইরে বের না হওয়া।

২. বজ্রপাতের একাধিক শব্দের মধ্যে সর্বশেষ শব্দটি শুনার সঙ্গে সঙ্গে কমপক্ষে ৩০ মিনিট ঘরেই অবস্থান করা।

৩. বজ্রপাতের সময় মাঠে কাজ করা নিরাপদ নয়। বাইরে কাজ করা অবস্থায় আশ্রয়ের জায়গা না থাকলে, মাটিতে গুটিসুটি হয়ে বসতে হবে; কোনো অবস্থাতেই মাটিতে শুয়ে পড়া যাবে না।

৪. বজ্রপাতের সময় জনসমাগম বা খোলা স্থানে দলবদ্ধ হয়ে এক জায়গায় অবস্থান না করে চারদিকে ছড়িয়ে যেতে হবে।

৫. বজ্রপাতের সময় জলাশয়ে থাকা নিরাপদ না। তাই নৌকায় থাকলে নৌকার ছইয়ের নিচে আশ্রয় নিতে হবে। ছই না থাকলে নিচু হয়ে নৌকার পাটাতনে কম স্পর্শ রেখে বসতে হবে ও মাছ ধরা বন্ধ রাখতে হবে।

৬. বজ্রপাতের সময় গাছের নিচে দাঁড়ানো নিরাপদ নয়। এ সময় কোনো উঁচু স্থানে অবস্থান না করে নিচু স্থানে দাঁড়াতে বা অবস্থান করতে হবে।

৭. বৈদ্যুতিক খুঁটি ও ছেঁড়া বৈদ্যুতিক তার থেকে দূরে থাকতে হবে।

৮. বজ্রপাতের সময় বাড়িতে অবস্থানকালে, বাসার ছাদে, দরজা-জানালার কাছে বা জানালার গ্রিল ধরে থাকা যাবে না। দরজা-জানালা বন্ধ রাখতে হবে।

৯. বাথরুমের কল, রান্নাঘরের সিঙ্ক, পাইপ, তারযুক্ত ফোন, বৈদ্যুতিক লাইনে সংযুক্ত থাকা কোনো বৈদ্যুতিক যন্ত্রাংশ ধরা যাবে না। বৈদ্যুতিক লাইনে সংযুক্ত অবস্থায় টেলিভিশন ব্যবহার নিরাপদ নয়।

১০. বজ্রপাতের সময় খোলা স্থানে স্থাপিত তাঁবু, চতুর্দিকে খোলা ছোট চালাযুক্ত স্থান, খোলা ও ধাতু নির্মিত যাত্রী ছাউনির নিচে অবস্থান করা যাবে না।

১১. বজ্রপাতে আহত ব্যক্তিকে স্পর্শ করা সম্পূর্ণ নিরাপদ। তাই   আহত ব্যক্তিকে অতিদ্রুত হাসপাতালে নিতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা