× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টঙ্গীতে পার্কিংয়ের চাঁদা তোলা নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১০

টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা

প্রকাশ : ০৩ মে ২০২৫ ১৯:৪৯ পিএম

আপডেট : ০৩ মে ২০২৫ ১৯:৫০ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

গাজীপুরের টঙ্গীতে অবৈধ পার্কিংয়ের চাঁদা তোলা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার (৩ মে) সকালে টঙ্গীর ন্যাশনাল টিউব রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে জাহির হোসেন সোহাগ (সোহাগ ভান্ডারী), শাহাদাৎ হোসেন, ফারুক জোয়ার্দার, হেলাল মিয়া, ইউসুফ হোসেন, আবু সাঈদ, মোহর আলীর নাম জানা গেছে।

আহত গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন দাবি করেন, ‘দীর্ঘদিন ধরে গাজীপুর জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রশিদ ভূইয়া এবং গাজীপুর জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক এ কে আজাদ হোসেন অবৈধভাবে রাস্তার পাশে ট্রাক ও কাভার্ড ভ্যান পার্কিং থেকে চাঁদা তুলে আসছে। আমরা গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতি নির্বাচিত কমিটির নেতারা বিরোধীতা করলে কিছুদিন আগে আজাদ আমাদের নানাভাবে হুমকি দেয়।’

তিনি বলেন, ‘আজ সকালে পার্কিং করা আমাদের গাড়ি পাহাড়া দেওয়ার সময় আব্দুর রশিদ ভূইয়া ও এ কে আজাদের নির্দেশে শ্রমিক ইউনিয়নের নেতা সেলিম, মারুফ, আজগর, আইউয়ূবের উপস্থিতিতে হেলমেট পরে প্রায় ১০০-১৫০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ হত্যার উদ্দেশ্যে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় আমরা অন্তত ১০ জন গুরুতর আহত হই। সবাই শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, শহীদ তাজউদ্দিন আহমেদ জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’

আহত নাইট গার্ড বেল্লাল হোসেন বলেন, ‘ট্রাক ট্রার্মিনালের সভাপতি ও সেক্রেটারির নির্দেশে এই হামলার ঘটনা ঘটেছে। আমি একজন সাধারণ নাইট গার্ড। তারা আমাকেও নির্মমভাবে মেরেছে। কিছু বুঝে উঠার আগেই তারা হামলা চালায়।’

অভিযুক্ত গাজীপুর জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রশিদ ভূইয়া বলেন, ‘ঘটনার সময় আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। ভোরে চাঁদা উঠানোকে কেন্দ্র করে গাড়ির চালকরা বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রাতে শ্রমিকদের পক্ষ থেকে টঙ্গী পূর্ব থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।’

গাজীপুর জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক এ কে আজাদ হোসেন বলেন, ‘সম্প্রতি কিছু লোক ট্রাক ড্রাইভারদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা তুলছে। এরই প্রেক্ষিতে রাতে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পরে শুনেছি সকালে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে সংঘর্ষের কারণ আমার জানা নেই।’

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ঘটনা শুনেছি। ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা