× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ভারত-বাংলাদেশের জনতাকে যেন সীমান্তবর্তী সমস্যায় যুক্ত হতে না হয়’

রংপুর অফিস

প্রকাশ : ০৩ মে ২০২৫ ১৮:৪৮ পিএম

আপডেট : ০৩ মে ২০২৫ ১৮:৫১ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ‘বিগত ১৬ বছর আওয়ামী লীগ ও শেখ হাসিনা বাংলাদেশকে পুতুল রাষ্ট্র হিসেবে ভারতের কাছে উপস্থাপন করেছে। বাংলাদেশের মানুষের মানবিক ও নাগরিক মর্যাদার প্রশ্নে ভারতের আধিপত্যবাদী আগ্রাসন মনোভাব কাজ করেছে। তারা বাংলাদেশের মানুষকে মানুষ মনে করে নাই। এ দেশের মানুষ মর্যাদা নিয়ে বাঁচার স্বপ্ন দেখে, এ ম্যাসেজ ভারতের কাছে পরিস্কার ছিল না। দেশের মানুষেরা তাদের মর্যাদা ও অধিকারের প্রশ্নে একাট্টা হয়েছে।’

শনিবার (৩ মে) সকালে রংপুরের পীরগাছার দেউতি বাজারসংলগ্ন দেউতি পুরাতন মাঠে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশের কোনো সীমান্তে অন্যায় হলে বিজিবির পাশাপাশি জনতার যে ভূমিকা দেখেছি, তার আমি সাধুবাদ জানাই। আমরা চাইব ভারত ও বাংলাদেশের জনতাকে যেন সীমান্তবর্তী সমস্যায় যুক্ত হতে না হয়। ভারত সরকার যেন বাংলাদেশের নাগরিকদের প্রতি ভাল আচরণ করে। তারা যেন বাংলাদেশের মানুষের প্রতি নেতিবাচক ও নিচু দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসে।’

তিনি বলেন, ‘সংস্কার কমিশনগুলোর প্রস্তাবনা সরকারের কাছে জমা হয়েছে। এই সংস্কার প্রস্তাবগুলো যেন অবিলম্বে সরকার বাস্তবায়নের দিকে নিয়ে যায়। আমরা প্রত্যাশা করছি, পরবর্তী নির্বাচিত সরকারও প্রস্তাবিত এই সংষ্কার কার্যক্রম চালিয়ে যাবে।’

এনসিপি সদস্য সচিব আরও বলেন, ‘অপরাধের মামলাগুলোর কার্যক্রম ধীরগতি ও জটিল না করে সত্যিকার অর্থে যারা দোষী তাদের শাস্তি নিশ্চিতে ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনে আইনের ধারা সংশোধন এবং আদালতকে ঢেলে সাজানোর প্রস্তাবনা আমরা দিয়েছি। বিচারকে আরও সহজতর করার তাগিদ দেওয়া হয়েছে। যারা দোষী তাদের শাস্তির মুখোমুখি করে সমাজে দৃষ্টান্ত স্থাপন করা গেলে সম্ভাব্য অপরাধীরা অপরাধ করার সাহস পাবে না। তখন সমাজে অপরাধের ঘটনা কমবে।’

আখতার হোসেন বলেন, ‘সরকার ভৌগলিক ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় চীনের সহযোগিতায় সরকার হাসপাতাল নির্মাণ করবে বলে প্রত্যাশা করছি। সেই সঙ্গে গ্রামের প্রান্তিক মানুষ যেন এ হাসপাতাল থেকে সেবা পায় সে ব্যবস্থা করতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির সংগঠক আলমগীর নয়ন, তৌফিক আহমেদসহ অন্যরা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা