গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২৫ ১৮:২৩ পিএম
প্রবা ফটো
গাজীপুরের কোনাবাড়ী দেউলিয়াবাড়ি এলাকার ঝুট গোডাউন ও মিনি সুতা তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন ডাম্পিং এর কাজ চলছে৷
শনিবার (৩ মে) দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে৷
এর আগে বেলা পৌনে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়৷ খবর পেয়ে কোনাবাড়ী, চৌরাস্তা ও কাশিমপুর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে৷ এখানে ছোট-বড় বিভিন্ন ঝুট গুদাম ছিল। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আগুনে ক্ষতিগ্রস্ত জান্নাতুল টেক্সটাইল কারখানার মালিক জাহাঙ্গীর বলেন, বাহির থেকে আগুনটা লেগেছে। আমার কারখানার ভেতর হতে আগুন লাগার সুযোগ নেই। আমার ৬ কোটি টাকার মালামাল ছিল। সব শেষ হয়ে গেছে।