রামু (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫ ১৯:৪৪ পিএম
নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের সেচ বাঁধে গোসল করতে নেমে দুই মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বটতইল্লাঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো— ক্যাংগারবিল গ্রামের মোহাম্মদ হোসেনের মেয়ে মোক্তা মনি ও মো. ইউনুসের মেয়ে জেসি আক্তার। মোক্তা নুরানি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির এবং জেসি বদর মোকাম মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার জানায়, অন্যান্য শিশুদের সঙ্গে গোসল করতে বাঁধের পানিতে নামলে তলিয়ে যায় ওই দুই শিশু। খবর পেয়ে লোকজন তাদের প্রথমে ইদগড় মেডিকেল সেন্টারে নেয়। সেখানে থেকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
বাইশারি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাহাব উদ্দিন বলেন, দুজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কাগজিখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বোরহান উদ্দিন ঘটনাস্থল থেকে জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কোনো অভিযোগ না করায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।