× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাবনায় চর দখল নিয়ে সংঘর্ষ, ৫ জন গুলিবিদ্ধ

পাবনা ও ঈশ্বরদী (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫ ১৬:৫৬ পিএম

আপডেট : ২৫ এপ্রিল ২০২৫ ১৭:৫৯ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

পাবনার ঈশ্বরদী উপজেলার ডিগ্রির চর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের চরকুড়ুলিয়ার আকাতের ঘাটে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন চরকুড়ুলিয়া গ্রামের পিল্লু, ছুবাইল, আসিফ, আলম এবং বাদশা। তাৎক্ষণিক অপর আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, এবার ঈশ্বরদী উপজেলা থেকে ১ কোটি ৩০ লাখ টাকায় ডিগ্রির চরের (সরকারি খাস জমি) ইজারা পেয়েছেন লক্ষীকুন্ডা ইউনিয়নের স্থানীয় বিএনপি নেতা সাইদুল প্রামাণিক। আজ বেলা ১১টার দিকে সাইদুল প্রামাণিকের ভাই ইয়াসিন প্রামাণিকের নেতৃত্বে ৩০-৩৫টি মোটরসাইকেল নিয়ে লিজ পাওয়া চর দখল নিতে যায়। এসময় আওয়ামী লীগ সমর্থিত মুকুল বাহিনীর লোকজন গুলি ছুড়ে। তখন ইয়াসিন বাহিনীর লোকজনও পাল্টা গুলি ছুঁড়ে। এতে গুলিবিদ্ধ হন পাঁচজন।

দুই পক্ষের এমন সংঘর্ষ ও গোলাগুলিতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গুলিবিদ্ধদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ জিল্লুর বাবা আকাত মাঝি বলেন, মুকুল সন্ত্রাসীর লোকজন আমাদের উপর গুলিবর্ষণ করেছে। আমরা কোনো অবৈধভাবে চর দখল করতে যাইনি। তারা আগে থেকেই অবস্থান করছিল, আমাদের লোকজনের ওপর হামলা করার জন্য। 

ঈশ্বরদী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা