মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫ ০০:০৫ এএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৫ ১১:০৮ এএম
প্রবা ফটো
রংপুরের মিঠাপুকুরে এক অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মসজিদের মুয়াজ্জিনের বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারীর স্বামী বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বুধবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের শিংগীকুড়া গ্রামে অন্তঃসত্ত্বা ওই নারীর ঘরে তাকে হাতেনাতে আটক করা হয়। এর আগে শুক্রবার থেকে ওই নারীকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে জানা গেছে। অভিযুক্ত মুয়াজ্জিন পলাতক।
ওই নারী জানান, পায়রাবন্দ ইউনিয়নের শিংগীকুড়া গ্রামের বাসিন্দা অভিযুক্ত ইউনুস মুন্সি প্রায়ই তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। শুক্রবার রাত আনুমানিক ১১টার সময় ওই নারীর স্বামীর বাড়ির বাইরে অবস্থানের সুযোগে ইউনুস মুন্সি ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন। ধর্ষণ শেষে ওই নারীকে হুমকিধমকি দিয়ে চলে যান। এরপর প্রায়ই তাকে নানান কৌশলে একাধিকবার ধর্ষণ করেন।
ওই নারীর স্বামীর অভিযোগ, তার স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা। তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালানোর কারণে প্রতিদিন রাতে দেরিতে বাড়ি ফেরেন। ঘটনার পর তার স্ত্রী মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন। কারণ সম্পর্কে জানতে চাইলে তার স্ত্রী বিষয়টি তাকে খুলে বলেন। এরপর তিনি কৌশলে ঘরের বাইরে ওত পেতে থাকেন এবং ভাতিজার সঙ্গে পরামর্শ করে অভিযুক্ত ইউনুসকে ঘরের ভেতর আটক করেন।
নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, ইউনুস মুন্সি নিজ গ্রামে মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন ছাড়াও পাশের একটি মসজিদের খতিব এবং মক্তবের বাচ্চাদের পড়ান। ঘটনা একেবারে সত্য। তার এমন অপকর্ম জানার পর থেকে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঘটনার সত্যতা জানতে অভিযুক্ত ইউনুস মুন্সির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘তাদের বাড়িতে রাতে প্রবেশ করা আমার ভুল হয়েছে। যেভাবেই হোক বিষয়টি সমাধান করা হবে।’ তবে ধর্ষণের বিষয়টি তিনি অস্বীকার করেন।
এ বিষয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, ভিকটিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আইনি ব্যবস্থা গ্রহণ এবং আসামি গ্রেপ্তারের চেষ্টা চলমান।