বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫ ১৭:২৫ পিএম
প্রবা ফটো
কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে বুড়িচং উপজেলার মাদবপুরে এলাকায় এ ঘটনা ঘটে।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা মোল্লা জানান, নিহতদের মধ্যে ২ জনের পরিচয় জানা গেছে।
তারা হলেন, দেবিদ্বার উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের মোখলেসুর রহমান ছেলে সাইফুল ইসলাম। অপর যুবক তুহিন। তবে তার ঠিকানা কিংবা বাবা-মায়ের নাম জানা যায়নি।
স্থানীয়রা জানান, তুহিন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আশেপাশে টোকাইয়ের কাজ করত।
ইনচার্জ সোহেল রানা মোল্লা বলেন, লাশগুলো ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।