× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের ধাওয়া-পাল্টাধাওয়া

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫ ১৭:০০ পিএম

চট্টগ্রামে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের ধাওয়া-পাল্টাধাওয়া

চট্টগ্রামে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পালটাধাওয়া হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে নগরীর চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, নগরীতে জব্দ করা অটোরিকশা ফেরত পেতে ও পুলিশের ‘হয়রানি’ বন্ধের প্রতিবাদে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বাহির সিগন্যাল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন চালকরা। বেলা পৌনে ১২টার দিকে পুলিশ বিক্ষোভকারীদের সড়ক ছাড়তে বললে পুলিশের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পুলিশ চালকদের ধাওয়া দিলে চালকরা পাল্টাধাওয়া দেন। এসময় পুলিশ বিক্ষাভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ছোড়ে।অপরদিকে অটোরিকশা চালকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে।

এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন দাবি করে ওসি আফতাব উদ্দিন বলেন, ‘বিক্ষোভরত অটোরিকশা চালকদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে চালকরা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। তাদের হামলায় আমাদের দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থলে এখনও উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান শুরু করেছে। এখন পর্যন্ত আমরা তিন অটোরিকশা চালককে আটক করেছি।’

সড়কে শৃঙ্খলা ফেরাতে গত কয়েকদিন ধরে নগর পুলিশ ও জেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করে আসছে। অভিযানে চলতি মাসের গত ২২ দিনে ২ হাজার ৮৯৬টি ব্যাটারিচালিত রিকশা জব্দ ও ডাম্পিং করা হয়। এ ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। ওই ধারাবাহিকতায় জব্দ অটোরিকশা ফিরিয়ে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে চালকরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা