× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঁচতলা বাড়ির মালিকদেরও টিসিবি কার্ড দেওয়া হয়েছিল : বাণিজ্য উপদেষ্টা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫ ১৬:০১ পিএম

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫ ১৬:৫৩ পিএম

পাঁচতলা বাড়ির মালিকদেরও টিসিবি কার্ড দেওয়া হয়েছিল : বাণিজ্য উপদেষ্টা

বিগত ৫ আগস্টের আগে সাবেক আওয়ামী লীগ সরকার ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দেওয়া কার্ডে দুর্বৃত্তায়ন করেছে বলে অভিযোগ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, টিসিবির ১ কোটি ফ্যামিলি কার্ডে ব্যাপক দুর্নীতি, অনিয়ম ও দুর্বৃত্তায়ন হয়েছিল। এসব কার্ডের মধ্যে ৪০ লাখ ভুয়া কার্ড পাওয়া গেছে। পাঁচতলা বাড়ির মালিক, এমনকি সরকারি কর্মকর্তাদেরও কার্ড দেওয়া হয়েছিল।

বুধবার (২৩ এপ্রিল) রাজধানীর আর্মি গলফ ক্লাবে টিসিবির ‘ট্রেড উইথ টিসিবি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শেখ বশিরউদ্দীন বলেন, সরকারি কাজকে মাঠ পর্যায়ে দেখতে গিয়ে খোঁজ পেয়েছি সাধারণ মানুষের অধিকার খর্ব করা হয়েছে। সাধারণ মানুষ কার্ড পায়নি। টিসিবি প্রতি বছরে ১২-১৪ হাজার কোটি টাকার পণ্য কিনে। সেখানে ৪-৬ হাজার কোটি টাকা ভর্তুকি দেয়। সেখানে আমরা সচ্ছতা আনতে চাই। এসব টাকায় আরও বেশি পণ্য কীভাবে আমদানি করা সম্ভব, সেটি চিন্তা করা হচ্ছে।  তেলের দাম বাড়লেও বাজারে প্রতিযোগিতা তৈরি হয়েছে, মানুষের মধ্যে আস্থা তৈরি হচ্ছে। তিনি আরও বলেন, ‘আমরা দুর্বৃত্তায়ন থেকে বেরিয়ে আসতে চাই। রাইস ব্র্যান্ড তেল রপ্তানি বন্ধের কারণে বাজারে তেল পাওয়া যাচ্ছে। স্থানীয়ভাবে পণ্য কিনতে গেলে বাজারে প্রভাব পড়বে। আমরা কিছু পণ্য নিজেরা আমদানি করব ।’

বাণিজ্য সচিব নাজনিন কাউসার চৌধুরী বলেন, টিসিবি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কাজ করছে। প্রফেশনাল বিজনেসের প্রতিষ্ঠান নয় টিসিবি। জাতিসংঘের ১৭টি গোলের মধ্যে ১ ও ২ নং গোল নিয়ে কাজ করছে টিসিবি। এখানে ব্যবসায়ীদেরও কাজ করতে হবে। 

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বলেন, প্রকৃত উপকার ভোগীরাই যেন কার্ড পায়, সে ব্যাপারে কাজ করছে সরকার। এখন পর্যন্ত ৫৭ লাখ কার্ড প্রস্তুত করা হয়েছে। আগামী জুনের মধ্যে ৪৩ লাখ কার্ডের কাজ শেষ করা হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা