নারায়ণগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫ ১৬:১৬ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় মাস্ক ও কাপড় দিয়ে মুখ ঢেকে রাখেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
সোমবার (২১ এপ্রিল) ভোরে সোনারগাঁয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মিছিলটি বের হয়। পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিতিওতে দেখা যায়, ছাত্রলীগের ২০/২৫ জন নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন। পরিচয় গোপন করতে সবার মুখ কালো মাস্ক কিংবা কাপড় দিয়ে ঢাকা।১৫ মিনিটের মতো মিছিলটি করা হয়। ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিওটি প্রচার করা হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দেখা যায়।
এ বিষয়ে জানতে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল রহমানকে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।