× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাতিরঝিলে গুলিবিদ্ধ হওয়া ওয়ার্ড যুবদল সদস্যের মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫ ১৫:২১ পিএম

আপডেট : ২১ এপ্রিল ২০২৫ ১৫:২৮ পিএম

হাতিরঝিলে গুলিবিদ্ধ হওয়া ওয়ার্ড যুবদল সদস্যের মৃত্যু

রাজধানীর হাতিরঝিল থানার মোড়ল গলি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত আরিফ সরদার (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের  নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন।

রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাতে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ২২ নম্বর বেডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাতিরঝিল থানার উপপরিদর্শক(এসআই) মো. রাসেল জানান, গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।পরদিন রবিবার রাতেই ঢামেকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি আরো বলেন, ‘আমরা আত্মীয়ের মুখে জানতে পেরেছি আরিফ সরদার ৩৬ নাম্বার ওয়ার্ডের  যুবদলের একজন সদস্য। পাশাপাশি তিনি একটি ওয়ার্কশপে কাজ করতেন। গত শনিবার রাতে দুর্বৃত্তরা তাকে গুলি ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আমরা চিকিৎসকের কাছে থেকে জানতে পেরেছি গুলি মুখে ডান পাশে দিয়ে ঢুকে কপালের বামপাশ দিয়ে বের হয়ে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ  ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

জানা গেছে, আরিফের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাটচর হুগলা বালিয়া কান্দি গ্রামে। তিনি গিয়াস উদ্দিন সরদারের ছেলে। বর্তমানে তিনি ডেমরা স্টাফ কোয়ার্টারে ভাড়া বাসায় থাকতেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা