প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫ ১৫:০৩ পিএম
রাজধানীর তেজগাঁও রেলস্টেশনের উত্তর পাশে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় অজ্ঞাত এক নারী মারা গেছেন। তার আনুমানিক বয়স ২৫ বছর।
সোমবার (২১ এপ্রিল) সকালের দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) দীপক কুমার রায় বলেন, ‘আমরা খবর পেয়ে তেজগা রেল স্টেশনে উত্তরের এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ তিনি আরো বলেন, ‘স্থানীয় লোকের মুখে জানতে পারি ওই নারী রাস্তা পারাপারের সময় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। তার পরনে ছিল লাল প্রিন্ট জামা, পিংক রঙের সালোয়ার ও মিষ্টি কালারের ওড়না। তবে, তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। আমরা সিআইডি ক্রাইম টিমকে খবর দিয়েছি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম-পরিচয় শনাক্ত করা যাবে।’